![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেন আমি সংসদ ভবনের সামনে গজিয়ে উঠা এক বেয়াড়া চারা
সুযোগ পেলেই চেনা জানা লোক সব সভ্য করতে ছুটে আসে
ডাল ছেঁটে বেড়া দিয়ে রাখে, পরায় খাঁচা-
যেন নির্দিষ্ট আদলে বাড়ে,
দু বেলা জল দেয়, কুপায় মাটি,
আগাছা নেই, নেই সঙ্গী সাথী,
আমি কি ভাল আছি (!) পাখি বসে না ডালে, বসে মাছি !
©somewhere in net ltd.