নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

লুপ্ত শিকড়

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬

দেয়াল গুলো ভাঙবো বলে এসে
আবার দেয়াল দিয়েছি পিছে
পথ পেড়িয়েছি পাখির মত ই
দিকচিহ্ন গেছে হাওয়ায় মিশে,
পাখিও তবু চিহ্ন রাখে
চিনতে পারে পথ
আমার শুধু মনে আছে দু'টি জারুল শাখা নদী তীরের মঠ ।
এখন আমায় ফিরতে বলো কেন?
দেয়াল আছে পিঠের সীমায় বাধা,
শিকড় তুলে চলে এসেছি ফেরার নৌক টি ও নেই কোন ঘাটেতে বাঁধা;
খুব বলেছিলে ভাঙতে আমায় দেয়াল
ভাঙতে ভাঙতে কত হাজার ক্রোশ পেরিয়েছি নেই খেয়াল,
এখন তুমি বলো- যাও, শিকড় খুঁজে আনো !
শিকড় কি আর আছে কিছু
ছাঁটতে ছাঁটতে ফেলে
এখন কি আর বৃক্ষ আছি, সাত পুরুষে মেলে ?
এখন আমার রোদ লাগে না, বৃষ্টি ও নেই চাওয়ায়,
একটুখানি জায়গা লাগে, থাকতে পারি ফ্লাটের খুঁপড়ি ঘরে কিংবা দাওয়ায়।
শিকড় খোঁজ, শিকল খোঁজ, কি বলো সব যা তা (!)
এখন শিকড় লাগে না, শির ডুবিয়ে পানি খায় পাতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.