নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

আরগ্যের পংক্তি থেকে

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫২

১।
ফিরে এলাম, ফিরে আসার পেছনে যেটুকু টান
তা ঐ কলতলার জারুলের গাছ
মাছের পাখার ঘাইয়ে দুলে উঠা দিঘি,
ফিরে আসার পেছনে যেটুকু স্মৃতি
ছেলেবেলার হাতের মুঠোয় সূর্যাস্তের আলো তে জ্বলে ওঠা সিঁকি ।


২।
অহংকারী হও,
জল থেকে উঠে এসে ফিরো না জলে
বর পেলে ফিরোনা প্রার্থনায়, ভুলে যাও ঠাকুর ঘরমুখো পথ
করো না দ্বিতীয় প্রণাম;
অহংকারী হও
শিল্পের দিকে তাকিয়ে মুগ্ধতা সরাও;
ঈশ্বর খোদা পেতেছে এতো ফাঁদ
এতো শৈল্পিক রাহাজানি তাঁরা জানে
আমার তো মরনাস্ত্রের ধার দেখেও ঈর্ষা হয়।

অহংকারী হও
রক্তের প্রপাতে দাঁড়িয়ে শিখে নাও নির্লিপ্ত হতে
যেমনটি ঐ আসমানের ঈশ্বর জানে।


৩।
বর্ষায় ধুয়ে যায় শহর
কংক্রিটের ফাঁকে জেগে উঠে সবুজ
তবু আমাদের ভেতর ভেজে না,
দু হাতে সমুদ্র ছুঁয়ে থাকি ভেতর ভেজে না,
জলাতঙ্কগ্রস্থের মত অতল তৃষ্ণা নিয়ে ফিরি...
তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা আমাদের তৃষ্ণা মেটে না
ভেজে না ভেতর,
তৃষ্ণা আমাদের প্রাগৈতিহাসিক ।


৪।
আমার কিছু রোগ হয়েছে জানো
আজকাল খুব লিখি
লিখতে লিখতে পুকুর পেরিয়ে দিঘি
তবু লেখছি দিন রাত
সাঁতরাতে জানি না তবু সমুদ্রের সাধ;
আলোতে মৃত্যুফাঁদ- হাত ছানি দিয়ে ডাকে
পতঙ্গ স্বভাব, তার কাছে তেই যাবে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.