![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
আমাদের পান পাত্র শেষ
তলে একফোঁটা বিদ্রুপ পড়ে আছে,
জীর্ণ মলিন হচ্ছে সুরার মোহনীয় রং গেলাসের কাঁচে...
২।
আর পৃথিবীতে কোন মানুষ ই থাকলো না
ক্রন্দন গুলো শোনার জন্য
মুছে দেবার কোন হাত,
মানুষ গুলো পেয়ে গেছে রক্তের স্বাদ
৩।
কিছু অবহেলা স্পষ্ট, কিছু অযত্ন!
কি আবার? -ওটা প্রেম
হৃদয়ে ক্ষতের মত।
৪।
আমার দু হাত ভরে আছে পুণ্য ও পাপে
কোন টা কে তুমি শাস্তি দেবে
কোন টা ছাড়া পাবে ?
কোন টা পুলসিরাতে উতরে যাবে
কোন টা তোমার দোজখ গিলে খাবে ?
৫।
এইভাবে কেউ মরে
হৃদয় স্পর্শ করে হৃদয়ের আঘাতে ঝরে!
সুঁতো কেটে গেলে ঘুড়ি উড়ানোর কালে তাকে অবেলা ই বলে,
কোন অবেলাই তুমি হারালে ঘুড়ি
কোন আকাশের পরে ?
৬।
এমনভাবে কথা শুরু করলে তুমি যেন হারাতেই চাও!
একটু পরেই ছটফটিয়ে উঠবে, আমি তোমায় চিনি।
যা পারো না মিথ্যা কেন বলো মিথ্যা দিয়ে আগলে কেন ধরো ?
৭।
মানুষ ও আকাশের মাঝে কোন সেতু নেই
তবু রোজ চিঠি আসছে যাচ্ছে
সীমান্ত পেড়িয়ে আকাশবানী রোজ সকালে সুপ্রভাত জানাচ্ছে !
৮।
কিছু পাব, কিছু পেয়েগেছি,
চাইব কি? কি চাওয়া বাকি?
©somewhere in net ltd.