![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
অসুখ শুকিয়ে গেলে পড়ে থাকে অসুখের
দাগ
সমুদ্র শুকালে লবণ,
প্রেম শুকালে জীবন পড়ে থাকে
ফাঁসের মতন।
২।
একবার স্বপ্নে পাখি হয়ে ফেরত দিইনি ডানা,
এখন উড়তে পারি না,
স্বপ্ন গেছে, ওদিকে বিনিময় হয়ে গেছে শিরদাঁড়া !
৩।
বোধের গোড়ায় জল ঢেলে ঢেলে শিকল গেছে পঁচে
এখন সব ই জলজ লতা
ঘাটে ঘাটে ফেরে ভেসে।
৪।
বোধের গভীরে জেগে থাকে আকাক্ষার পাঁজর ছেঁড়া খিদে
ঘিরে ধরে আসন্ন ভয় কখন জানি ভুল হয়
সঠিক সমর্পণ এর অপেক্ষায় জোয়ার ফেরে, ফেরে বসন্ত ব্যর্থমনরথে
ভোমরের হয় না অমৃত সঞ্চয়।
৫।
ফেলে যাচ্ছো এতো অভিমান সংখ্যার হিসাব ভুলে
আরো কিছু যাও দিয়ে যাও
যাও দেয়াল প্রাচীল বাধ খুলে।
৬।
অনেকদিন ফুঁ পেড়েনি বাঁশিতে, মাঞ্জা পাইনি সূতো ঘুড়ির
একটা মাছ এ্যকুরিয়ামে শ্বাসকষ্ট নিয়ে ভাসে
এই আমি যেন তাই, বৃষ্টি ছুঁইনি শিশির ছুঁইনি ঘাসের।
৭।
দোটানা পেরিয়ে এলেই বুকের ভেতর ডানা ঝাঁপটায় পাখি
ভোর দেখি না তবু রাত জেগে থাকি..
৮।
তোমার আমার অনুভূতি সব গেছে ব্যাক স্পেসে কাটা
আক্ষেপের টইটম্বুর রাতে খেয়ালের উন্মুখ জেগে একা হাঁটা।
২| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
সুমন কর বলেছেন: লাইক।
৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
শুভকবি বলেছেন: খুব ভাল লেগেছে, মাশাল্লাহ