![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
নীরবতার ভেতর প্রকাশিত হবো
তবে চোখের ভাষা অনুবাদের কোন ট্র্যান্সলেটর নেই
নেই কোন ভাষায় অভিধান,
এক মুক নয়তো মৌন লিখে রাখা।
নীরবতার ভেতর প্রকাশিত হবো
মেঘের মত বৃষ্টির ভাষায়
বিষাদের ঘোলাটে আকাশে;
নীল ছুঁয়ে ছুঁয়ে বিন্দু বিন্দু মেঘ জমিয়েছি
চলবো সব প্রাচীল বাঁধা পেরিয়ে
তবে ভেতরের ঘর গুলোর বড়জোড় জানালা ছুঁয়েই থাকা-
প্রবেশাধিকার নেই, সব কপাট ভেতর থেকে আঁটা !
২।
গড়তে গিয়ে ভেঙ্গে গেছি
ভাঙছি পাথর ভাঙছি সিঁড়ি ভাঙছি পথের ধাঁধা,
ভাঙতে ভাঙতে উঠোন এখন ছ খন্ড
ভাঙছে গৃহস্থলী খরের গাদা !
তবু ভাঙছে শুনে আঁত্কে মরি নদী
দেখি জল থমথমে জলের মুখ টা কাগজ-সাদা।
ভাঙতে ভাঙতে বদলে গেল মানচিত্র
এখন চারদিকে তে বেড়া,
আকাশেও দেখি চিড় ধরেছে
সামনে বুঝি বেজায় রকম ফ্যেড়া!
ভাঙছি তবু ভেতর বাহির
দিচ্ছি পথে কাঁটা
যে আড়শী তে মুখ দেখতাম সেটা এখনো অখন্ড
তবে সব পারা তার ফাঁটা।
৩।
প্রতিদিন কুড়তে কুড়তে ফুরিয়ে যায় সস্তা দামের এ জীবন
তবু শার্ট কাচি, প্যান্ট লন্ড্রিতে নিই
চুল ছেঁটে আসি সেলুনে মাস দুই-এ একবার
জুতা ও যায় না বাকি, পালিশ হয় প্রায় ই,
মোবাইল অপরেটর কে বিল দিই মাসে হাজার খানিক
সস্তা দামের এ জীবন অথচ তা খরচ করা এতোটা সস্তা নয়
কালোবাজারী র টিকিট হাতে পেয়েও বলি- ভাগ্য, পেয়েছি সস্তায়।
৪।
ভেজা চুল শুকাচ্ছো ব্যালকনির প্রথম রোদে
কিছু প্যাঁচাচ্ছে আনমনে আঙুল
শান্ত চিরুনী কাঁচের মত চিকোচ্ছে কোলে
এই মুহূর্তে ব্যালকনিটা এক টুকরো ইডেন
আর তোমার চুল ছুঁয়ে গলে পড়ছে কির্ম্বালির হীরে র পুরোটা খনি
মলিন হয়ে যাচ্ছে এলিজাবেথ এর কোহিনূর শোভিত তাজ..........!
এটা কি শুধুই স্বপ্ন দৃশ্য !
দরজা খুললে ওপাশে ইডেন
না পূর্বমূখী শূণ্য ব্যালকনি ?
রাতের পর রাত এক ই স্বপ্ন দেখি-
দরজার নব ঘোরালেই চিরসবুজ স্বর্গ উদ্যান
আর সেখানের রোদে তুমি,
অথচ তুমি মুখ ফিরিয়ে তাকালেই চার পাশটা অন্ধকার পেছনের ট্রিলিয়ন ওয়াটের সূর্যের প্রতাপে
তারপর শুধুই অন্ধত্ব,
তারপর পড়ে থাকে শুধুই পূর্বমূখী শূণ্য ব্যালকনি !
©somewhere in net ltd.