নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ১৫

২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

১।
চারদিকে এতো ছড়িয়ে রেখেছো সবুজ
এতো জলের কাব্য গাথা,
এ কাব্য পড়া যায় না, পড়তে গেলে চোখ লাগে;
আমাদের চোখ খেয়ে গেছে এক কাঁদা খোঁচা বৈশাখে ।


২।
পাখা ছিঁড়ে উড়িয়ে দিচ্ছি পালক,
চমকে উঠছে সাদা রোদে শেষ এক ঝলক
প্রিয় ছিল সেই সব উপহার,
পালকে লাগা ছিল বিলের সুবাস।


৩।
জল থেকে মুঠো করে উঠে এলে কিছুই থাকে না হাতে
তাই মুঠো ভরে খামচে আনি কাদা,
কাদা ও তো থাকে না(!)
জল ঝরে গেলে পড়ে থাকে একটা নুড়ি দু'টো বালি সাদা !


৪।
স্বপ্নের ছিটে ফোঁটা ও অবশিষ্ট নেই
নেই নবীন মেঘের সুবাস,
আমাদের রাত জাগা দিন সব শেষ
চোখে লেগে আছে বৃষ্টির কারুকাজ।


৫।
সমুদ্রে জল নেই পড়ে আছে লবণ,
দু চোখে লুকনো জলের চিহ্ন যেমন।


৬।
ভেবে নিয়ো হারিয়ে গেছি
অতল জলের স্রোতে,
শিশির শুধুই রোদে হারায় কে তার জলের দুঃখ খোঁজে?


৭।
আমার তো ছোবলটুকু ই পাওয়া শুধু বাকি
কালসাপ চিনে গেছে সাপুরে বীণের ফাঁকি।

৮।
ফুলের কাছে বিষ ভুলে চাই বিষের কাছে মধু,
তোমাকে ভুলতে চেয়ে তোমার কাছেই যাই
বার বার বলি, ভালবাসি নাই, কভু ভালবাসি নাই !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.