![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে তুমি পরাণের মাঝে পরাণ হইয়া হাসো
একবার দেখা দাও
পরাণ খুইলা কহ কিবা ভালবাসো;
পাতিছি মাদুর পিঁড়ি শতরঞ্জি,
জোছনা আসে যায়
বিলের জলে হেসে উঠে মোঘলের সিঁকি
দূর বন বিরাণ থেকে আসে মৃদু হাওয়া
এই খানে বসে যাও পরাণ পাখি
পাতিছি পরাণ এইখানে উপরে নীল আসমান ছাওয়া।
পরানের গহীনে যে বাসা বেঁধে থাকে
তারে ডাকি হিয়ার নহরের ধারে
মরুদ্যান সাজিয়ে- তারে ডাকি,
সে আসে না রে..
সে আসে না...
পরানের গহীনে সে থাকে;
একবার সে আসিছিল ঈশাণ নদী বাঁকে
তারপর ধূ ধূ চর বালুঝড় মেখে
নক্ষত্রের দিন রাত তিথি গুনি,
নীলের দোয়াবে জেগে উঠে সাদা মরুভূমি,
এই খানে পাখি নেই, মানুষ নেই পাশে,
অপেক্ষা পড়ে আছে তার
রটে গেছে উপরের সাত আসমানে।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩০
এম. আরাফাত মাহমুদ বলেছেন: অসাধারণ লিখেছেন।