নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

কিছু কাব্য

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

১।
আগুন পোড়াক, মাটি খাক বুক,
আমার কিন্তু লুকানো আছে সিন্দুক;
যে ভাবে খুশি নাও জলে ভাসাও অথবা ডোবাও,
যতটা লুটপাট জানো দেখাও
তছনছ করে রেখে যাও ঘর-দোর খরের গাদা
উঠোনের রোদমাখা আলপনা,
আমি কিন্তু ছিনিয়ে নিতে পারি আরো কিছু বেশি
জানি তোমা থেকে আরো বড় রাহাজানি;
আগুন পোড়াক মুখ, বুক খাক মাটি,
একবার চুমু খেয়ে তারে সোনা হয়ে ই আছি।


২।
ডেকেছি কি? তবু কেন আসো,
কার্নিশ থেকে কুড়িয়ে রাখো রৌদ্দুর,
রের্কড এ ধরো ব্যালকোনীর বৃষ্টির সিম্ফোনী,
মায়াজাল হাতে যে মনের পুকুরে নামো
সেখানে কি মেলে? আমার তো নেই মুক্তগর্ভা দু পাটি ঝিনুক !


৩।
এখন ঘর আছে নেই দোরে চৌকাঠের বাঁধা,
দেওড়ি নেই, পরাণের পাখি রাখি কোন খানে,
কোন খানে বসাই খাঁচা?
তালা আছে আঁচল নেই চাবির গাছি দুলে চলে এ ঘর ও ঘর..
এখন এক চাবি, পাঁজরে ঝোলানো এক পিতলের তালা ।


৪।
হাত বাড়িয়ে ছিল নদী
এগিয়ে দিয়েছিলাম নর্দমা,
আমি যখন হাত বাড়ালাম পেলাম মুঠোয় পোড়া যন্ত্রণা,
এর নাম পাপ ফেলে যাওয়া অভিশাপ,
এখন স্নানের জায়গা নেই
সারা গায় অসুচি,
স্মৃতি তে নদী তে মিলিয়ে দেখি
জল নয় কেটে যায় হিয়া তীক্ষ্ন হিরক কুঁচি।


৫।
আজ দুপুরের পর তুমি আসছো
তাই দুপুর জাগিয়ে রেখেছি বোতলের পানি ঢেলে জিইয়ে রেখেছি ফুল,
আজ দুপুরের পর তুমি আসছো তাই এ্যকুরিয়ামে সমুদ্র জোয়ার
ভেসে গেছে চারকানা নিস্তব্ধ দুপুর..


৬।
শেকল পরে আছি ভাবি অলংকার,
হাতকড়া পরে ভাবি সংসারের মঙ্গল চিহ্ন- বালা,
পা থেকে মাথা সারা গায়ে চাবুকের দাগ
তবুও বাঘ নই, ভীরু জেব্রা শাবক,
সারা দেহে কালো ডোরা কাটা।


৭।
শিমুলের মত অহংকারী হতে ইচ্ছে করে
উজ্জ্বল লাল ফুল ফুটিয়ে টেনে আনতে ইচ্ছে করে অর্ধেক টা আকাশ
শুভ্র তুলা গুলো উড়িয়ে দিতে ইচ্ছে করে বাতাসে
তারপর শীতের এক সকালে সব সবুজ ঝরিয়ে চলে যেতে ইচ্ছে করে গভীর নিদ্রায়...


৮।
কল্পনায় আমি অর্ধেক চলে গেছি
বাকি অর্ধেক টা পথ তুমি এগিয়ে আসবে নাকি?
জানি যদিও কল্পনা কল্পনাই
মানে পুরোই ফাঁকি,
এ পৃথিবীর পরে আমাদের আর একবার দেখা হবে নাকি?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কল্পনায় আমি অর্ধেক চলে গেছি
বাকি অর্ধেক টা পথ তুমি এগিয়ে আসবে নাকি?

সুন্দর আহবান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.