![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব দেরি হয় যদি তাহলে এখন বসবো না,
অপেক্ষায় রেখেছো, অপেক্ষা নিয়ে ই ফিরে যাবো,
পথ থেকে যে কোন হলুদ পাতা কুড়িয়ে- প্রতিবার যেমন ফিরি, ফিরে যাব..
এভাবে কুড়াতে কুড়াতে বসন্ত এসে গেলে
পাখিরা পুরনো খর কুটো ফেলে বিগত পালকে বেঁধে নেয়ে মনোহর নীড়,
নির্জন দুপুরের তারে ঘষে নেয় চঞ্চু যুগল,
রাজপায়রা প্রকাশ্যে চুমু খেয়ে বিনিময় করে প্রনয়,
এভাবে দেখে যাব সে সব, যেভাবে দেখে যাই,
আমার তো শুধুই হলুদ পাতা ঝরা দিন,
আমার তো শুধুই অন্য বসন্ত দেখে যাওয়া;
দেরি হয় যদি তাহলে এখন বসবো না.....
হয়তো ফিরবো বসন্ত পেরিয়ে গেলে
হয়তো সেদিনও যে কোনো হলুদ পাতা কুড়িয়ে এমন ই ফিরে যাব, সেদিনও বসবো না;
তুমি তো সমস্ত বসন্ত বর্ষা যুগপত্ বন্ধি করে আছো স্নান ঘরে,
উড়াচ্ছো সাবান ফেনার মেঘ
জল ভরা নদীর কল্লোল
আমার তো শুধুই গ্রীষ্ম শীতের উষর নদী পেরিয়ে যাওয়া আসা,
খুব দেরি হয় যদি তাহলে এখন বসবো না........
কৃতঙ্গতা-
(সুধেন্দু মল্লিক এর হলুদ পাতা কবিতার কাঠামোয়)
©somewhere in net ltd.