![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক যে ভাবে ঝড় আসে আর দুলে উঠে বন
কটকট করে ভেঙ্গে যায় অপ্রবেশ্য অরণ্য বাধা
সেভাবে তুমি এলে, তছনছ করে পাখিদের ঘর,
ভেঙ্গে বাবুই দম্পতির বুনে রাখা নব্য সংসার;
তুমি এলে সমুদ্র সাইক্লোনের মত, বাধ ভাঙ্গা জোয়ারের মত, পূর্ণিমায় ফুঁসে ওঠা নদীর মত,
তুমি এলে..
আর আমি অপেক্ষা গুলো ফুরিয়ে তোমাকে ছেড়ে, ভীষণ ক্লান্তির ঘুম ছেড়ে
বাবুইয়ের শোকার্ত সংসারে নিয়ে গেলাম সুঁই সুতো আনাড়ি দু'টো শৈল্পিক হাত,
ভীতু ছানাটি র ডানার ব্যথায় ব্যান্ডেজ গজ এন্টিবায়োটিক।
©somewhere in net ltd.