![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে পরিবর্তন করতে চাই
মানুষ থেকে হতে চাই আর একটু মানুষ,
অনুভূতি গুলো কে ছেঁটে ফেলে দিতে চাই বাড়তি চুলের মত,
অহংকারী থেকে হতে চাই আর একটু অহংকারী
কিছুক্ষেত্রে সেটা ই মুছে পরতে চাই অনুগামীদের মেকআপ,
চক্ষুলজ্জা দিয়ে কি হয়? কি হয় কৃতঙ্গতা দিয়ে, স্বাধীনতা হারানো ছাড়া ?
মাঝে মাঝে জমানো সিন্দুক খুলে দেখি
হাতে কি কি অস্ত্র আছে-
সৌন্দর্য,আয়ু,বেঁচে থাকা যৌবন, শব্দ অক্ষরের নিখূঁত প্রয়োগ রীতির আয়ত্ত, দখলে থাকা মানবিক ব্যাকারণ.....।
নিজেকে পরিবর্তন করতে চাই,
সে সব পথ মুছে দিতে চাই যে পথে বিশ্বস্ত প্রেম হাঁটে অন্ধত্বের কালো চশমা চোখে নিকষ খাঁদের কিনারে
উদোম কার্নিশ ধরে দশতলা ছাদে।
নিজেকে পরিবর্তন করতে চাই
পরে নিতে চাই খানদের মধ্য এশিয় অভেদ্য বর্ম
বসিয়ে দিতে চাই ছেদনের নেশাগ্রস্থ দাঁত প্রতিযোগীর কন্ঠনালীতে
তুলে ফেলতে চাই অনিচ্ছায় বয়ে বেড়ানো মৃত নখের শোক,
মানুষ থেকে আর একটু মানুষ হতে চাই
মানুষের যা মানায়।
মানুষ থেকে হতে চাই আর একটু মানুষ,
অনুভূতি গুলো কে ছেঁটে ফেলে দিতে চাই বাড়তি চুলের মত,
অহংকারী থেকে হতে চাই আর একটু অহংকারী
কিছুক্ষেত্রে সেটা ই মুছে পরতে চাই অনুগামীদের মেকআপ,
চক্ষুলজ্জা দিয়ে কি হয়? কি হয় কৃতঙ্গতা দিয়ে, স্বাধীনতা হারানো ছাড়া ?
মাঝে মাঝে জমানো সিন্দুক খুলে দেখি
হাতে কি কি অস্ত্র আছে-
সৌন্দর্য,আয়ু,বেঁচে থাকা যৌবন, শব্দ অক্ষরের নিখূঁত প্রয়োগ রীতির আয়ত্ত, দখলে থাকা মানবিক ব্যাকারণ.....।
নিজেকে পরিবর্তন করতে চাই,
সে সব পথ মুছে দিতে চাই যে পথে বিশ্বস্ত প্রেম হাঁটে অন্ধত্বের কালো চশমা চোখে নিকষ খাঁদের কিনারে
উদোম কার্নিশ ধরে দশতলা ছাদে।
নিজেকে পরিবর্তন করতে চাই
পরে নিতে চাই খানদের মধ্য এশিয় অভেদ্য বর্ম
বসিয়ে দিতে চাই ছেদনের নেশাগ্রস্থ দাঁত প্রতিযোগীর কন্ঠনালীতে
তুলে ফেলতে চাই অনিচ্ছায় বয়ে বেড়ানো মৃত নখের শোক,
মানুষ থেকে আর একটু মানুষ হতে চাই
মানুষের যা মানায়।
©somewhere in net ltd.