![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
রাখালের বাঁশি শেষ হবার আগেই শেষ হলো তৃণভূমি
কাঠুরির কুঠারের ধার ফুরিয়ে যাবার আগেই ফুরালো অরণ্য
মাঝির নৌকার মালিকানা বুঝে পাওয়ার আগেই শুকিয়ে গেল নদী
প্রেমিকের চুম্বর নিঃশেষের আগেই হারিয়ে গেল বিপরীত ঠোঁট
মাটির সবুজ-যৌবন ভাটায় জ্বলে পুড়ে হলো লাল ইটের শহর।
২।
যারা এখানে বৃক্ষ দাঁড়করায় তারা ভাল করে ই জানে
চার পাশে ইটের দেয়াল তলে কংক্রিট
এইখানে বাঁচেনা জীবন It's bullshit..
তারপর ও রেখে যায় ভুলিয়ে ভালিয়ে এক সারি গাছ
রোড সাইড, ডিভাইডার সব মরণের ফাঁদ;
এখানে বৃক্ষ আসে যায়, দু দিন দাঁড়ায়,
পকেট ভর্তি করে নগর কতোয়াল,
রোদজ্বলা বেঞ্চ দেখিয়ে
ছেলেটা বোকার মত মেয়েটিকে তবু বলে
গাছগুলো বড় হলে এই খানে বসে যাবো একদিন, এই ছায়াতলে।
৩।
ইটের ইমারত সবুজ খেয়ে যায় রোজ
একটা করে পিচ এর জং ধরা ব্যারেল গলে পড়ে ঘাসের উপর
আর বাঁশসাকোঁ উঠে যায় লোহার সেতুতে
পেছনে শহর এগিয়ে আসে হাত বিঘতের চেনা জানা মাপকাঠি হিসাব মিথ্যে করে
আর সুবজ খেয়ে যায় ফ্লাই এ্যাস বিহীন পাথরের গুড়ো,
পাখির সুবর্ণ ডানা চুরি গেছে সেই কবে অরণ্যের ভিটে মাটি র সাথে
এখন অরণ্য বনসাই করি সৌখিন কাঁচে;
শুকিয়েছে জলাশয়
শুকিয়েছে শালুকের ঝিল
বেঁচে থাকি মাটির কৃষক কাঁকড় বিছিয়ে পথে,
বিষাদ বুনে রাখি পাথর তোরণে
কাঁদি ফোয়ারার জলের গানে;
বেঁচে আছি এই ভাবে,
আজ সব বক সাদা ফেলে মিশে গেছে দাঁড় কাকে।
©somewhere in net ltd.