![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
মানুষ প্রাচীল দেয়
আমি একটা পাহাড় দিয়েছি তুলে
কাঁটা ঝোপ জঙ্গল বুনে দিয়েছি গায়
অথচ তুমি পাহাড়ের চূড়ায় সূর্যোদয়।
২।
যে পায় সে পেয়ে যায়
সকলে পায় না তারে,
আমি শুধু চেয়ে দেখি নক্ষত্র,
নক্ষত্রের নাম কি নক্ষত্র জানে !
৩।
পাতা ফেলে কাঁটা গজিয়ে দিলাম গায়,
যেমন পুকুর হারিয়ে ক্যাকটাস হয় সবুজ শ্যাওলা
মরা ডোবার পায়।
৪।
কি ভীষণ রাত নেমে গেল
বাদুরের ডানায় ঢেকে গেল চাঁদ
যমুনা পদ্মার পলি মিশে গেল
অথচ একটা দ্বীপ ও জাগলো না!
ওপাশে পারাপারহীন নগরবাড়ি
এপাশে জনারণ্য পাটুরিয়া ঘাট।
৫।
চলো আর একবার প্রতারিত হই
আর একবার ভালবেসে করি পৃথিবী নির্মান,
এই সব হারানোর স্রোতে ডুব দিয়ে-শূণ্য হয়ে উঠি,
মধু রেখে ঠোঁটে শুষে নিই যে যার গরল।
•
৬।
সোনালী ঐ প্রেমের পাশে মৃত্যু রাখো
গেঁথে রাখো মরণ জ্বালা সেফটিপিনে
আমি তো তবু আলোর পোকা
তোমার দিকে ই উড়তে চাবো
সোনালী ঐ আলোরছটায় হাত বাড়াবো।
৭।
যে দরজা গড়ে
সে দরজায় তালা ও দিতে জানে
তবু চাবির মালিক সে না,
শখের দরজা এখন পারদ মাখা
দরজাতেই যত ঘা !
৮।
পশুকে ঠেকাতে মানুষ অস্ত্র নিলো তুলে
তারপর পশু হয়ে গেল,
তীক্ষ্ন দাঁত নখের অভাব মিটিয়েছি আমরা অস্ত্র হাতে মনুষ্যত্ব ভুলে।
©somewhere in net ltd.