নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

১।
আকাশ গুটিয়ে নিয়ে পরেছো শাড়ি
ফুল হয়ে নক্ষত্র রা ঝরে পড়ছে পাড়ে র কিনারে
সন্ধ্যার বাতাসে আঁচল বেয়ে উড়ে যাচ্ছে ছায়াপথ
ভেসে যাচ্ছে তারকারাশি- হারকিউলিস,ক্যারিনা,শিকারী কালপুরুষ....
বিশ্ববাম্রান্ড দখলে নিয়ে আছো,
না চাইতেই কতজন কে দিয়ে যাচ্ছো- নক্ষত্র,ধূমকেতু,আস্ত পৃথিবী,
আমাকেও কিছু দাও
আঁচলের খুঁট খুলে দেখি একটা সূর্যদয় দেখাও।


২।
আজ সে ভালোবাসা সরিয়ে নিয়ে যায় নিদ্বিধায়
এ গাঁ থেকে ও গাঁয়,
খুঁটে নিয়ে যায় প্রতিটি স্মৃতি র মোহর,
এক দিয়াশলাই এ সহস্র ঘর পোড়ে-
আগুন পারে,
আমি কিভাবে পরায় এক ফুল এক খোঁপা থেকে অন্য খোঁপায়?


৩।
এখনো তোমায় ভালবাসি,
সাত দুপুরের রক্ত মেখে
পাঁচ পরাগের হত্যা দেখে
এখনো তোমায় ভালবাসি,
স্বপ্ন দেখতে ও তো অবয়ব লাগে
বালিশে পরাশ্রয়ী এ ঠোঁট রাখতে গেলেও তো লাগে এক জোড়া ঠোঁটের আদল,
এখনো তোমায় ভালবাসি
চাঁদের আলোয় ছায়ার পাশে কাল্পনীক ছায়া লাগে
কোমরের বাঁকে চাঁদের গ্রহণ দেখে দেখে এখন আমার পুরো চাঁদ টা অসহ্য লাগে !


৪।
খন্ডিত হচ্ছে অরণ্য
একটু একটু করে উজার হচ্ছে অভয় পাওয়া বালি হাঁসের ঘর,
তুমি আমায় দাও যাবত্জীবন
আবার বানাও লোহার গারদ,
দ্বিগুন করে পাহারা বসাও
কেড়ে নাও কুঠারের হাতের নিষ্ঠুরতা,
আমি কি করে পারি এ অরণ্য আজ তুলে দিতে আসবাব করে অন্যের ঘরে
আমি কি করে আজ কুঠার চালাই
এই আমার ই অরণ্যের বুকে
আমি কি করে উজাড় করি সবুজ,
আমি কি ভাবে পারি.........!


৫।
পড়ে আছি বয়সী বটের মত ছায়া পেতে ঝুঁপড়ি নামিয়ে
পথিকের ক্লান্তি নিদ্রায় বুজে আসা ঢুলুঢুলু চোখের অপেক্ষায়;
পড়ে আছি শেওয়া মেখে সবুজ পুকুর,
পূর্ণ চাঁদের স্নান দৃশ্য দেখার স্বপ্ন নিয়ে বুকে জল টলটলে দীঘি,
নোঙরের অপেক্ষায় প্রশান্ত দ্বীপ...
পড়ে আছি, পড়ে আছি তৃষ্ণা নিয়ে,
অধ্যাবসায়ী কৃষকের অপেক্ষা নিয়ে,
পড়ে আছি লাঙলের ফলায় বৃদ্ধ হব বলে পতিত জমিন,
এ নক্ষত্রের তলে তোমার পায়ের চিহ্ন নিয়ে উনমুক্ত মিউজিয়াম হয়ে পড়ে আছি সহস্র বছর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১২

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.