![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতোটা নির্লজ্জ না হলেও পারতে
নিষ্কৃতির দোহায় দিয়ে অলঙ্কার বানিয়ে রেখেছো গৃহদ্বারে
দোরের অন্ধ ভিক্ষাখী তোমার সখের বাজু
বিলাপী মায়ের মরা ছেলেটা তোমার নীলকন্ঠী হার
ওপাশের পাগল এতিম কুষ্ঠরোগী কে বানিয়েছো- বিছা চুড়ি দুল নাকছাবি
তবু দয়াময়ী কিরণময়ী নিজেকে করেছো দাবী!
স্বর্গে তোমার ঘর আছে তবু
পৃথিবীতে কেন দখল রেখেছো জমি,
মসজিদ মন্দির বানিয়ে রেখেছো এতো খাসভূমি?
শুল্ক ফাঁকি দিয়ে আছো বেশ তবিয়তে
সুখ পুঁজি করে খুলেছো রমরমা সুদের ব্যবসা ইহলোক জামানতে;
কি সুখ ধার দিয়েছিলে কত পার্সেন্ট সুদে,
শোধ হয়না তা দিনরাত এ পৃথিবীর পরে খেটে!
আমি তো অশিক্ষিত টিপ সই দিছি অন্ধবিশ্বাসে
দুঃখের লেজার বুকে নাম টুকে নিয়ে গেছে তোমার পেয়াদা ঋণখেলাপীর সাথে।
এই নাও দেহ-হাড়-কঙ্কালসার মন
বাজেয়াপ্ত করে দাও সব জামানত,
নরক খেটে বাকিটুকু দিই শোধ;
আমি তো জৈবিক প্রাণী
পুড়ে কয়লা বড়জোড় হবো,
ধরেছি ত্রিশূল তোমার, গলায় জড়িয়েছি রূপোর ক্রুশ,
পোড়াও এবার, পুড়ে ছাই হই,
অপধাতু যাক চলে,
এবার তুমি নিজেকে নিঁখাদ করো ধাতব ত্রিশূলে জ্বলে।
©somewhere in net ltd.