![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
পেরিয়ে যাচ্ছি শহরের পর শহরের সীমা রেখা
পেরিয়ে যাচ্ছি চেনা পথের রোদ
পেরিয়ে যাচ্ছি চেনা মুখ চোখের আদর,
সাঁতার জানি না, তবু পেরিয়ে যাচ্ছি নদীর পর নদী, পাঁচ মহাসাগর;
সামনে খুলে আছে সাত টি মহাদেশ, নেই শ্রান্তিবিনোদন।
২।
জলের রিংটোন বাজিয়ে বৃষ্টি আসে,
পুকুর জ্বেলে রাখে রাতভোর কালো ব্যাকগ্রাউন্ডে নিরিবিলি তারা,
নদী টি ও কম নয় দীঘি থেকে আকাশ ধরতে,
সাগর তো জন্ম থেকে আকাশ নীল!
পৃথিবী আসলে বড় বেশী বর্ণচোরা, আসলে বড় বেশি স্বপ্নবিলাসী, স্বপ্নীল!
৩।
আমার কোন দুপুর নেই যাতে টিফিন কেরিয়ারে দুলেদুলে ধোঁয়া উঠা ভাত আসে
খোলা লবন কাঁচা লঙ্কা সাথে,
আমার তো রাত্রি নেই- কেউ আসে না,
কন্ঠলগ্ন প্রেম যাতে ওষ্ঠ জড়িয়ে থাকে!
৪।
তোমার কাছে ই আনতে যাবো নিজের ছায়া
জলে ধোয়া চক্ষু আমার,
তোমার কাছে ফেরত চাবো বন্দকী পা,
আমি এখন বহিরাগত
দোরে তোমার রক্ষীসেনা পাহারা পাতা !
তোমার কাছেই পড়ে আছে ভালবাসার প্রথম খোলে জন্ম নেওয়া মতিয় গড়া সাতনরি হার,
তোমার কাছেই বাধা আজো প্রেমের জলে-ভাসা অকর্ষিত প্রথম জমি
এখন আমি ফেরত্ চাইতে পারি সেসব ই,
তুমি এখন স্বত্ব ছাড়ো
গুটিয়ে নাও প্রসারিত ডালপালা,
স্বৈরাচারী এখন তোমার শাষণ শেষের পালা!
৫।
ভীষণ সাগর সাঁতরে এসে দেখি
তীরে তোমার ভয়াল রাতের ভাঙ্গন
প্রতি ঢেউ এ যাচ্ছে ধুয়ে বালি
বেড়িয়ে পড়েছে শিকড় উপশিকড়
মূল উত্পাটনের অপেক্ষায় দিন গোনে নারিকেল সুপারি সারি,
এর থেকে তো নদী ই ছিল ভাল
ভাঙলে বসত সাঁতরে যেতাম নবীন চরে
ভাঙ্গা গড়ার দু গল্প এক নদী ই বোধহয় বলে!
আজলা ভরে ছিল সুপেয় জল
সবুজ হতো শ্রাবণ মেখে নদীর চর,
এই তীরে আর কি আছে?
শূণ্য ঝিনুক খোলস রোদ পোহায় মৃত প্রবাল এর খাঁজে।
৬।
ফিরবো ঘরে, সাথে নিয়ে কাকে?
ঘর কি আজো আমার অপেক্ষা তুলে রাখে ?
এখন একা পায়ে ফিরতে গেলে গলা চেপে ধরে ভয়
ঘর যদি সেই ঘর না হয়,
তবু ফিরতে হবে জানি
তাকে ঠাকুর দেবতা বহুকাল অনাহারি,
তবু কি তার জন্য ই এ ফেরা !
তুলসী গাছ টা মৃত, সাত পুরুষের পৈতা টা শত খন্ডে ছেঁড়া।
৭।
অতলে ডুবে যাচ্ছে কেউ
চোখের সামনে থেকে হারাচ্ছে কেউ
পড়শিরা চেচাচ্ছে- ধরো, ওকে ধরো,
ডুবে গেল, ওকে ডুবতে নিষেধ করো,
আমি নিষেধ করার কে?
কোন অধিকারে নিষেধ করি,
কোন রাজবলে তার হাত খানা ধরি?
আমি কি দেখাইনি দেরাজ খুলে এ বুকের অন্দর,
আনি নি ডেকে রাতের পর সূর্যের দিন?
আমি কি বলিনি তাকে, সে ছাড়া এসব ই ব্যর্থ খামার?
৮।
ভালোবেসেছি তাই আকাশের এই নীলিমা আমার
অন্ধকার রাতের প্রান্তে দাঁড়িয়ে যে সকাল নীল ছুঁয়ে আছে ওটা আমার
দেয়ালের পোস্টারে অর্ধনগ্নবক্ষা যে নারী তার ব্যাকগ্রাউন্ডের নীল টা ও আমার ই,
ভালোবেসে সেই কবে থেকে মৃত্যুর ঘুমে নীল হয়ে আছি
পাঁচটি নীল পাঁপড়ি মেলে বুক পকেটে ফুটেছে একটি নীলাম্বরী।
©somewhere in net ltd.