![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমাদের কোন উৎসব নেই শস্যের,
নেই মাদল বাজিয়ে যাওয়া দোল পূর্ণিমার রাত,
আমাদের কোন নারী নেই, নেই কোন নারীর পুরুষ ও,
আজ আমরা লিঙ্গহীন এক কাতারে দাঁড়িয়ে গেছি-
উৎসবহীন,শস্যহীন,ভালবাসাহীন..
আজ যে যার পাঁজর কামড়ে আছি জোঁকের মত এক শরীরি ক্ষুধায়।
আজ আমাদের কোন সুর নেই,
কোন কবিতা নেই,
কোন প্রেম নেই,
শব্দের শৃঙ্খল ভেঙ্গে আজ আর ঝরে না বৃষ্টির রাত
চলে না গাঢ় স্বরে কারো মুখের সাথে চাঁদের তুলনা,
জ্যোত্স্নায় উড়ে আসে ঝাঁকে ঝাঁকে রক্তচোষা বাদুর
কা কা ডেকে যায় এক কর্কশকন্ঠী শহুরে কাক।
©somewhere in net ltd.