![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
আজ কিছুটা মিথ্যা বলো
আজ কিছুটা সত্য আমার হোক,
আজ কিছুটা না হয় মিথ্যে আমার হলে
ভুল যেতে পারো সত্য সমুদ্র শোক।
২।
বড় কাঁটা বেঁধে গেলে গলায় আঙুল ঢুকিয়ে বার করে ফেলি
নচ্ছার ছোট গুলো জ্বালায়,
দুঃখ ও তেমন, কত বড়সড় দুঃখ বেমালুম ভুলে যাই
অথচ ছোট গুলো ছুঁচ ফোটায়
কত বিনিদ্র রাত কাটে অযথা ই
ছোটখাটো যন্ত্রণায়!
৩।
সে পাখা ঝাঁপটায় হৃদয়ের মাঝে
পরাণের মাঝে তারে রাখা দায়,
ও পারানি তুমি তারে লয়ে যাও তার কাছে
হৃদয়ের বালিহাঁসের জোড়া তার ও কি আছে?
৪।
সত্যের কাছাকাছি যেয়ে ফিরে আসি
সত্যকে আঁকড়ে ধরবো কি ছুঁতে গেলেও ভয় হয়
সত্যের সারা গায়ে প্রতিশেধকহীন ছোঁয়াছে ঘা,
সত্যকে না বলি। বলি তোমাকে চিনি না।
৫।
সৈকত চিরদিন না থাকতেও পারে
ফুরাতে পারে তার রৌদ্রস্নানের কোলাহল
তবু সমুদ্র চিরঞ্জীব
কোন লোনা জল কখনো ফুরায় না।
৬।
একা, তোমার খাতায় একটি বিন্দুর মত একা,
এক সকালের শিশিরের মত ক্ষণস্থায়ী,
তোমার চোখে চকিতে এক পলকের জন্য নিজেকে দেখা।
একা, ভীষণ রকম একা!
৭।
খুঁজেছি অনেক পাইনি আজো আপনাকে,
হে ঈশ্বর, হে দয়াময় আপনি এখন
সুরি খানার নষ্ট মানুষ
ধ্বংশ প্রাপ্ত লোকালয়।
৮।
সূর্য ডুবিয়ে রেখো
যেন রাত দিন না হয়
আমরা আরো কিছুক্ষণ মরে থাকি
পড়ে থাকি ঘোর লাগা বিছানায়।
©somewhere in net ltd.