![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
মন্বন্তরে ভালোবেসে জন্ম দিলাম অশরীরি ক্ষুধা,
দূর্ভিক্ষের নাড়ি ছেঁড়া সন্তান,
এখন আর এক চুমুতে কি পেট ভরে?
দূর্ভিক্ষ শেষ হয় না ক্যালেন্ডারের এক ছিয়াত্তরে।
২।
বসন্ত চলে গেছে বৃষ্টির আড়ালে
তবু শীত লেগে আছে জানলায়,
প্রতিবিম্ব নিয়ে গেছে সে তার সাথে
বিশ্বাস ভেঙ্গে গেছে আয়নায়।
৩।
চাঁদের মত সারা রাত পৃথিবীকে চুমু দিতে দিতে
ক্লান্তিতে সূর্যের আলোয় ঘুমাই,
বালিশে আমার এতো ফুল চুমু না দিয়ে পারা যায়?
৪।
নিরাপদে পাশাপাশি থাকি
দু'টি সুপরিবাহী তার- লাল কালো,
একে অন্যকে ছুঁই না কখনো
তবু দুজনে মিললে জ্বলে উঠে আলো।
৫।
সে ছায়া শুধুই এ ঘাটে ফিরে আসে
বাতিঘর নিভিয়ে থাকি তবু সাত খানা নায়ে,
পলাতক বিকেল খুঁজে যায় অমানিশা রাত
অভিমান নিয়ে ফেরে রূপলী প্রপাত।
৬।
উদ্বাস্তু হৃদয়ে খড় এনে গড়ে গেলে ঘর
সারাজীবন ঘরহীন মানুষ
নিজের ভেতর এখন নিজেই পর।
৭।
ধ্বংশের পর ও কিছু অবশেষ থাকে
বন্যার পর ও কিছু খর কুটো কচুরি শামুক
আমাদের এক স্মৃতি ছাড়া কিছু নেই,
ঘরময় স্পর্শ আর দেহে একে অন্যের আঙুলের ছাপ
কন্ঠার হাঁড়ে লেগে আছে একশো বায়ান্ন তম ওষ্ঠের দাগ।
৮।
দেবীর চোখ কালিতে এঁকে দিলে প্রাণ আসে
খড় মাটির পুতুলে,
তুমি তো মানুষ
তবু পাথর বার মাস কাজলে।
©somewhere in net ltd.