![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন চলে এসো নাচ ঘরে
পুরনো নূপুর পায়ে নর্তকী সেজে বসে আছি সোনালী পান পাত্র পেতে
জেনে রেখেছি সকল নিদ্রার সুরেলা গান,
তোমার ক্লান্তি, চোখের নিচের কালি মুছে দেব সব অনিদ্রার,
যদি ভাল না বাসো যদি সম্ভোগ ই প্রাধান্য পায়
তাই নেমেছি এতোটা নিচে
শরীফ ঘরের ময়ে নুপূর বাঁধলেই নর্তকী
পুরুষের নাভিমূল ছুঁলেই গণিকা
কোথাও নেই প্রভেদের সিল মোহর
বীজ বুনলে দুজন ই শস্যের ফলন্ত মাঠ, দুজনেই জন্মদাত্রী।
হাজার ঠোঁটে চুমু খেয়েও তুমি প্রেমিক
বিবস্ত্র চাঁদ এঁকে এঁকে হয়েছো চিত্রকর
জননাঙ্গ বেচে হয়েছো কবি
নগ্ন নারীকে দেখিয়ে হয়েছো পাথরের ভাস্কর,
নারীর কি আছে?
পান পাত্র ভরে আছি সম্ভোগের বিষ মন্ত্র- সুরার নেশা,
একদিন চলে এসো,
তোমাকে চুমু খেয়ে শিখে যায় উৎপাদন।
©somewhere in net ltd.