নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ১৯

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫

১.
এক পশলা বৃষ্টি হোক
এই বুকে বড় খরা,
কিছু পাখি ঘরে যাক ফিরে চেনা জানা।

২.
সে বাঁশি বাজেনা যার আকুতিতে হৃদয়ে ফনা তোলে সমুদ্রের ঢেউ
এই তীর জোড়া ক্ষত,
জ্যোত্স্না লাগা কিছু মানুষ এককালে ভালবেসে আজ হতাহত।

৩.
অবকাশ ছিল না
ক্যালেন্ডারে ছিল না লাল দাগ
তবু চলে এলাম পিঠে ব্যাগ ঝুলিয়ে,
রেখে দিলে থেকে যাবো,
রাখবে তো ভুলিয়ে ?

৪.
বিরহের বাতাসা খেয়ে যায় এক জন্মের ভালবাসা
তবু হাত ভরে থাকে চিনির সিরা,
আয় হতকছাড়া নচ্ছাড় বদ
তোর ফুটন্ত তেল ভর্তি কড়াইয়ে
এঁকে দিই আর একবার জিলেপীর প্যাঁচ।

৫.
দু ঠোঁটে গিটার বাজিয়ে ঘুম ভাঙালে,
এখন কি হবে, পুরো দিন যাবে কি আর কাগজের তাসে..?

৬.
ভালোবাসা অঙ্কুরিত হয়ে বিষাদ গজালো
তারপর ছুঁয়ে দিল ছাঁদ
ভালোবেসে বীজ বোনা এক রকম
ডেকে আনা মরণের ফাঁদ।

৭.
সবটা একটানে ছিঁড়ে ফেলা ই ভাল
আমরা যারা একটু একটু করে ছিঁড়ছি তারা জানি
সম্পর্কগুলো বড্ড গোলমেলে, বড্ড অগোছালো...

৮.
আগুন কে সাত পাক ঘুরে বেঁধে নিলে ঘর
এইবার দেহ মিলিয়ে দেখো- মেলে কিনা,
পোড়াও প্রেম, ভালোবাসা কর পর।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৭

সুমন কর বলেছেন: বেশীর ভাগই চমৎকার হয়েছে। প্লাস।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭

আমিনুর রহমান বলেছেন:


ভালো লাগা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.