![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
এক পূর্ণিমার পর চাঁদ উঠতে এখন দেরি হয় আকাশে
বিদায়ী চাঁদ এখন মন্ত্র জপে মৃদু পায় আসে।
২।
ক্ষত কিন্তু একটা নয়
অনেক ক্ষতই আছে;
এখানে জীবন অক্ষত, কে বললো তোমায়?
মানুষ তো ক্ষত য় ক্ষতয় বাঁচে।
৩।
মেঘ ছিল না, ঝড় ছিল না,
লন্ডভন্ড চর,
দরজা জানলা হাটখোলা
পানির তলে চৌচালা ঘর !
৪।
একবার স্বপ্ন দেখে স্বপ্নহীন আছি,
একবার স্বপ্ন দেখে ভেতরে ঢুকে গেছে স্বপ্নের মাছি।
৫।
প্রতি দিন মরে যেতে যেতে পঁচে গেছি অজান্তে
এখন বেঁচে উঠতে ভয় হয়,
অথচ মানুষ ঘায়ে মলম লাগিয়ে
দিব্যি হেসে হেঁটে চলে বাঁচে !
৬।
গর্ত খুঁড়েছি রত্ন মেলেনি
এক শ্রাবণ জল ধরে হয়েছে পুকুর,
এখন আরশি লাগে না মুখ দেখি তাতে
আকাশ টাও দেখি হাতের কাছে নীল হয়ে থাকে !
৭।
পথিক নেই, কেবল ই পায়ের ছাপ,
পথ নেই, মাঠের ভেতর জাগা পথের দাগ,
নৌক নেই, বুক খোলা নদী পড়ে আছে
তোমার কাছে যেতে আড়াআড়ি সাঁতরানো লাগে।
৮।
দু পা এগিয়ে আছো
দু পা এগোলেই ধরা যাবে,
দাঁড়াও, ওখানেই থামো
দু পা এগিয়ে আগে আসি,
চার পা এক সাথে ফেলে বাকিটা পৃথিবী ঘুরে আসি।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩
শেষগল্পের সেই ছেলেটি বলেছেন: ভালো লেগেছে।।।সংগ্রহে রাখলাম
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
আমিনুর রহমান বলেছেন:
অনুকাব্যে ভালো লাগা !