![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
হাবুডুবু খাচ্ছি?
এসো হাবুডুবু ই খাই,
প্রেম করে কেউ কোন দিন ভেসেছে নাকি!
সবাই তো শেষে তলিয়েই যায়।
২।
পেছনে রেখে যাচ্ছি বৃষ্টির দিন
সামনে শুধুই শীত আর খরা
একটা সিট আমার পাশে সুনয়না তোমার জন্য ধরা।
৩।
নদীর ওপাড় থেকে ডাকো
এপাড়ে বসে কান পেতে শুনি,
আমি কি আর সাঁতার জানি?
কখন শুকোয় নদী সেই দিন গুনি।
৪।
পথের মাঝে ছিল অপেক্ষমাণ ধুলো
ফিরে ছিলাম তোমার কাছে
সাক্ষী শুধুই ঝরা পাতা গুলো।
৫।
ভেবেছি ছিঁটকে যাবো কেন্দ্রবিমুখী বলে
কিন্তু কেন্দ্রে আছো তুমি
আকর্ষণ নেই বিকর্ষন ও টানছে না
আটকে গেছি কেন্দ্রমুখি বিমুখী উভয় সম পরিমান বলে
তোমায় নক্ষত্র করে ঘুরছি চক্রাকারে......
৬।
স্বপ্ন নামে অভাব কিনি তারপর শুরু হয় ভিখেরী জীবন,
স্বপ্ন নামে কিনি পোড়া পেট্রোল
ধুকে ধুকে চলি অনুসন্ধিত্সু চোখে ভিখেরীর মতন।
৭।
একটা বিকেল উঠোন জুড়ে আজো পড়ে আছে
একটা সকাল শিউলি বোটায় রঙ চড়িয়ে শিশির ভেজা ঘাসে.
৮।
নিলাম ডেকে দুঃখ দিলাম বেচে
এখন দেখি ফাঁস লেগে যায়
সুখ নামের অত্যাচারীর প্যাঁচে !
©somewhere in net ltd.