![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়েও মেলায় কেনা এক মাটির পাখিকে প্রাণ দিতে চাই,
মাটির পাখি উড়তে পারে এমন আকাশ কোথায় পাই?
আমার ছিল অনেক আকাশ যেসবে রোদ বৃষ্টি ঝরে
অনেক আকাশ ফুরিয়ে গেছে এক বজ্র ঝড়ের পরে।
ঝড় বন্যা জ্বলোচ্ছাসে আকাশ ভীষণ একা,
রং থাকে না চাঁদ থাকে না
তারাদের ও নেই দেখা।
মাটির পাখি নরম কাঁদার
ভয় পাব কি জলে যদি যায় পড়ে?
মাটির পাখি মাটির হলেও আগুনে সে তো পোড়ে!
জ্বলন্ত কোন এক অগ্নিশিখায়
মাটির পাখি পেয়েছে তার শক্ত দু'টি ডানা,
আঘাত আসুক পিঠ ঠেকে যাক
মাটির মানুষ নরম কাঁদার
জ্বালিয়ে দিলে এমনটি থাকবে না।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতা। +