![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন একটা কবিতা লিখতে চাই যে কবিতায় কোন আকাশ থাকবে না
থাকবে না জ্যোত্স্নার হরতকি বন
বসন্ত কিংবা শীতের গল্প।
পাখিদের পালক খুঁচে খুঁচে তুলে ফেলা হবে কবিতার গা থেকে,
কাঁচা সোনায় গড়া বুকজোড়া গহনা র মত সূর্যাস্তের সমস্ত নদী লুট হয়ে যাবে সেখানে,
নর নারীর প্রণয় নিষিদ্ধের সাথে সাথে রুদ্ধ হবে পাখিদের সবুজ চিৎকার।
না, সেখানে কোন যুদ্ধ ও থাকবে না,
লিপিবদ্ধ হবে না কোন মৃত্যু বা শোকের উপাখ্যান, সৃষ্টি ও ধ্বংসের কথা;
বলা হবে না কারো একাকীত্বের
কিংবা কোন অপার্থিব জগত্ এর কোন অলিখিত ইতিহাসও;
এমন একটি কবিতা লিখতে চাই যা লেখা সম্ভব না কখনো।
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
এন ইসলাম রনি বলেছেন: লেখার কিছু থাকবে না, তাই লিখবোও না
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৫
বিজন রয় বলেছেন: তাহলে কি নিয়ে কবিতা লিখবেন?
অনেক ভাল লাগল।
++++