নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

যেভাবে কবিতা হয়

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

দুঃখ গুলো এক একটা দুঃখের কবিতা
আনন্দ গুলোও এমন,
তুমি আমি যখন পাশাপাশি বসি তখন সেটা ভালবাসার কবিতা
যখন পাশাপাশি নয় মাঝে দূরত্ব বসে পড়ে তখন বিরহের;
যখন কথা নেই, হেসে হেসে ছোঁটাচ্ছো গল্পের শকট অন্য কোথাও
ঈর্ষারা ঢুকে পড়ে কবিতার দরজা ঠেঁলে-
কবিতাগুলো তখন অভিমান শেখে,
প্রতারণায় শেখে কিভাবে পোড়া ছাই বুকে অ্যাশট্রে হতে হয়;
বৃষ্টিতে অক্ষরেরা ভিজে গেলে কবিতারা অশ্রু চেনে
চেনে লবণ জলের গঠনসৌকর্য-
কবিতারা তখন সহস্র নদীর দাবী নিয়ে নীল হতে শেখে
শিশুর নরম টলোমলো পায়ের মত শিকড় নামিয়ে পত্তন করে সবুজের,
অস্ত্রের মুখে জ্বলে ওঠা আলোয় ঋজু দাঁড়িয়ে ফোঁটায় লোহিত পুষ্পাদি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.