নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

আত্মার উঠোনে

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

রক্ত দিয়েও কবিতা লেখা যায়
স্বাধীনতা তেমনি এক কবিতা।



স্বাধীনতা এক দুঃখবতী নদী
মৃত্যুসংবাদ যার জরায়ু ছেঁড়া প্রথম সন্তান
দূর্ভিক্ষ আর অনটন যার সহদর
যেখানে রক্তস্নানে মানুষ অশ্রু মুছতে শেখে।



ফুল নয় রক্ত দিতে এসেছি
দিতে এসেছি আগুনের স্পর্শ
সব ক্রোন্দন থামাও মুছে ফেলো সিক্ত পল্লব
আজ ভালোবেসে ছোঁব মৃত্যুর সর্বগ্রাসী সম্ভোগী ঠোঁট।



কারও লাল চোখ পরোয়া করি না
শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফোঁটা রাতে
সকল শোষকের ভীত ভেঙে পড়ুক রক্ত ঝরা প্রাতে।



আত্মার উঠোনে যার রক্তের দাগ- সে আমার ভাই,
সেখানে যে অশ্রু লেগে আছে তা আমার অক্ষম পিতার
যা লেপে কালউত্তীর্ণ হয়েছে আমার মায়ের দু হাত।



ঐ যে রোদ্দুর একা একা চলে যাচ্ছে উঠোন পেরিয়ে
তার সাথে হেঁটে যাচ্ছে উঁচু সুপারি গাছ টার ছায়া
যার পাশ দিয়ে হেঁটে যায় জ্যোত্‍স্নায় স্বপ্নমগ্ন নদী
ঐখানে আমার দেশ, ঐ উঠোন আমার স্বাধীনতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.