![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাবার ইচ্ছে প্রবল
তবু যেতেই ঘর ডাকে
চৌকাঠ টা বাঁধা রাখে,
সামনে দেখি খাঁ খাঁ করে উঠোন
বুড়ো জারুলে স্মৃতিতে দেয় পেছনমুখী ছুটন;
যাবার ইচ্ছে প্রবল
তবু যেতেই দেখি পড়ে আছে কড়ি খেলার নুড়ি
আকাশ টাতে উড়তে থাকে অসময়ের ঘুড়ি
বৃষ্টি ঝরায় তারে ভেজা আঁচল
হেঁসেল ঘরে সুবাস ছোটায় পাঁচন,
হাওয়ায় উড়ে শিলকড়ই এর পাতা
ঝড়ের বাতাস ইচ্ছে তে দেয় খিল-
খুলতে বলে ইচ্ছে জমানো খাতা!
২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১০
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব ভালো হয়েছে ।