নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
মেপল পাতার মত জীবন ও বহুরং দশা দেখে
পার্থক্য শুধু এক বৃক্ষ সমাজ ই সালোকসংশ্লেষণ জানে।
২।
এখন আর ঘুম হয় না রাতে,
মনের গলি পথ ধরে ভাবনা গুলো খালি পায়ে হাঁটে।
৩।
জল কি শুধুই পাত্র অনুযায়ী আকার নেয়?
নরম জলেও পাথর ক্ষয়!
৪।
আমরা বলে কিছু নেই, সব আমি তুমি।
আমরা আমাদের সব আলাদা,
অভিধান রূঢ় সত্য বলে না।
৫।
কাকে কী বলেছিলাম নেই আর মনে
কৈশোরে অভিমানের পর পুড়েও ছিলাম কিছুকাল ঈর্ষার আগুনে।
৬।
যেটুকু বদলেছি, পুরোটা ই বদলে যাওয়া সময়ের অভিমানে। থেমে যাওয়া ঘড়ির কাঁটায় সময় কখনো কি আটকে থাকে?!
৭।
অন্তঃস্থ করাতে কেটে যায় বোধ,
দ্বিখন্ডিত মানুষে থাকে না খুব বেশি আত্মহননের শোক।
৮।
পাতাবাহার গেছে
তারও আগে গেছে চন্দ্রমল্লিকা বাগানবিলাস
এখন সব মানিপ্লান্ট কাঁটা ক্যাকটাস
মানুষ এখন স্বপ্ন ফেলে বাস্তব দিয়ে সাজায় বারান্দা ব্যালকনি বাগানের পথ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৬ ভোর ৫:১৩
দইজ্জার তুআন বলেছেন: ++++++++++++++
ভালো লাগা