নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁচিলের ওপাশের উঠোনের আমগাছ টি
সব বাঁধা এবাড়ি ওবাড়ির রক্তচক্ষু বিবাদ উপেক্ষা করে
হাত বাড়িয়ে দিয়েছে এপাশে সজনে গাছটির দিকে
আর মাটির তলে শিকড়ের অভিসারের কথা নাই বা বললাম;
ভালবাসলেই দৌড়ে যেতে হবে এমন কোন কথা নেই,
মানুষ তো কাছে আসে ঝড়ের মত বুক খুলে আবেগ দেখায়,
তারপরও দূরে যায়-
ঈর্ষা ক্ষোভ অভিমানে জ্বলে,
গোত্র বর্ণ চক্ষুলজ্জা সমাজপাঁচিল নিয়ে বাঁচে,
মানুষে হয় না সব পাঁচিল টপকানো,
গাছেরা কি ওসব মানে, পাঁচিল তুলে তাকে যায় কি আঁটকানো?
©somewhere in net ltd.