নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ২৯

১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৪

১।
যে অনুগত সাপ রাখো সিঁথির রেখায়
বিকেলের আউলা বাতাসে সেও হয়ে যায় গুপ্ত ঘাতক
ফণা তোলে উড়ন্ত চুলে,
মেয়ে এলো চুলে যেও না এভাবে
বিষ ঝরে রক্তে ও রাজপথে।


২।
সামুদ্রিক যে পাখি সেও উপকূলের কাছে বাঁধা
সারাদিন আঁষটে গন্ধ মেছো ট্রলারের পিছে ঘোরে,
মানুষ কি পাখি কেউ মুক্ত নয়
বাঁধা ক্ষুধা আশ্রয়ের দাসত্বের শেকলে।


৩।
সবুজ মাঠেরও কিছুটা ঘাস সবুজ নয়
কিছু চিহ্ন পড়ে আছে প্রস্থানের,
স্মৃতি বরাবর ই বিবর্ণ হলুদাভ
সেটা ঘাসের মখমল ও জানে।


৪।
মাঝে আটলান্টিক রেখে দু মহাদেশে দাঁড়াবার থেকেও অধিক দূরত্ব আছে
মৃত্যুর থেকেও আছে অধিক বিচ্ছেদ,
মৃত্যুও তো সুকৌশলী মানুষ কে শয্যা পাশে আনে
টেনে হিঁচড়ে বার করে সে ই আবেগের গোপন সিন্দুক।


৫।
গতকাল সন্ধ্যায় আমরা একটা সামান্য মেঘ দেখে পালিয়ে এলাম
বিকেলের ভাললাগা গুলোকে আতঙ্কে রেখে,
গতকালও কিছু উঁচু গাছ বজ্রে পুড়েছে!


৬।
শুনছো সমুদ্র গর্জন আসলে নেকড়ের ডাক,
পুরো টা যদি জানো- বিশদ খবর,
জেনে যাবে সে ছদ্মবেশী নীলিমা রহস্য তার।


৭।
পাখির মত নদী ঠোঁটে নিয়ে বালু নুড়ি খড়
হারায় সমুদ্রগ্রাসে পিছে পড়ে থাকে সাধের মোহনার চর।


৮।
এমন একটা পাহাড় বানাই রোজ
যেখানে মাটি নেই, নেই পাথর ও জল,
স্মৃতি গুলো কখনো পাহাড়, কখনো অসীম খাঁ খাঁ বালুচর।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: এন ইসলাম রনি ,




খুব সুন্দর চিত্রকল্প নিয়ে বিন্যস্ত অনুকাব্য । প্রথম তিনটি বেশী ভালো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.