নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি আশ্রিত কবিতা নাকি কবিতা আশ্রিত বৃষ্টি?
বৃষ্টির ছন্দে কবিতা নাকি কবিতার ছন্দে বৃষ্টি?
বৃষ্টির শব্দে কবিতা নাকি কবিতার শব্দে বৃষ্টি?
কোন শব্দটি ঠিক- বৃষ্টি নাকি বৃষ্টিরা?
বৃষ্টি কি এক ফোঁটাজল? জলের সমষ্টিগত নাম?
বৃষ্টি কি জানলার ওপাশের কেউ?
ভেজা ব্যস্ততার ছুটে যাওয়া ঢেউ?
বৃষ্টি কি রঙিন ছাতায় সাঁওতালী মাদল বাজানো দিন? সবুজের তরুণ হবার ঋণ?
বৃষ্টি কে? -
কবিতার নূপুর পরে যে মেয়েটি হাঁটছে এঘর ওঘর !
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:২৬
ইন্দ্রনীলা বলেছেন: বৃষ্টি ও কবিতা একে অপরের ।