![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
ফড়িং ধরতে যেয়ে ছিঁড়ে ফেলি ডানা
ধূলো হয়ে মুছে যায় প্রজাপতির রং
ফুল যা ঘরে আনি তুলে- মুহূর্তে শুকায়
সব ঐ অহংকারী ফুলদানী র অভিশাপ।
২।
কি আলো কি আঁধার মাঝখানে ছায়া ছায়া মেহগনি বন,
দুপুর দৌঁড়ে যায় করে নিঃসঙ্গতা সৃজন।
৩।
এ কোন আবীর রং সন্ধ্যা নয়
বিকেলের আগে সন্ধ্যার প্রস্তুতি,
এ এক ঝড়ের গল্প বলা জন্ডিস আক্রান্ত হলুদ বিকেল !
৪।
মাছের কাঁটা চুলের কাঁটায় পার্থক্য কি!
একটা গলায় বিঁধে যায় অন্য টা বুকে,
এর থেকে নিরাপদ ছিল ধাতব সেফটিপিন।
৫।
কারা যেন বাড়ি ফিরছে গগনচুম্বী আশায়
একদিনে কি আর গ্রাম কে পাবে
শৈশব কি আর জামের ডালে তার দোলনা আজো নাচায়?
৬।
এই ডাল শুকায়, এই হলুদ পাতা নিঃশব্দে ঝরে..
তুমি জানো পাখিরা বাসা তৈরীর কোথায় ইট কাঠ পায়?
কোথায় বিক্রি হয় ওদের আসবাব?
৭।
ওদিকে নিদ্রাতুল শহর আর এদিকে তুমি অর্ধেক চাঁদ ছড়াচ্ছো মেঘের পাশে জ্যোত্স্না আলোর কুহক,
আজ ঘুমন্ত শহরের নির্জন রাস্তা রেখেছে আমন্ত্রণ।
৮।
ফুলের রাজ্যে আমি অর্কিডের জীবন চাই
যেখানে সকালের ফুল দুপুরে ঝরে;
অর্কিড- সে বাঁচে দিবস রজনী পুরোটা মাস,
একবেলার আয়ুর পৃথিবীতে এটা অমরত্ব সমান।
©somewhere in net ltd.