![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
সে এক বিষাক্ত সাপ নিঃশ্বাসে ছড়ায় বিষ
যেখানে মুখ দেয় সেখানে বিষের নদী
যেখানে যায় অফলা জমিন,
আমি তারে লুকিয়ে রাখি গৃহকোণে,
গৃহপালিত দুগ্ধপোষ্য সে সাপ জানেনা ফণার কৌশল
ছোবলের কারুকাজ,
সে শুধু ঘোরে মস্তিষ্কের গলিপথ ধরে
নিঃশ্বাসে ছড়ায় বিষ
আয়নাতে দেখি বিষে নীল হয়ে আছে শরীর!
২।
ইচ্ছে হয় দিই মরণ ছোবল
বিষদাঁত খুঁজি
বিষে ভর্তি পুঁজি
অথচ সামাজিক সে চোয়াল ফণাতেই সীমিত
ছোবলে কাঁটে না কিছুই
ব্যর্থ আক্রোশ দেখে বিদ্রুপাসক্ত জনতার করতালি
বিষ দাঁত খুঁজি
সে আমার জন্মগত প্রথম সম্পদ
আঁতুর ঘরে সমাজের প্রথম লুটতরাজ।
©somewhere in net ltd.