![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
তোমার হাত আমার থার্মোমিটার
কপালে রাখো আর আঙুল গুলো ছড়িয়ে দাও চুলের ভেতর
আমার কোন চিরুনী লাগে না
তোমার আঁচল আমার চির অভয়াশ্রম।
২।
একদিন হাওরে যাবো- হিজলের দ্বীপে,
একদিন হাওর বন্দি দ্বীপের আকাশে কালপুরুষের ছায়া দেখে মরবো
একদিন কুড়াবো পাখিদের ফেলে যাওয়া বহুরং পালক,
আমি কখনো দেখিনি হীরামন পাখি!
৩।
অবশেষে আবার বৃষ্টি নামলো!
এ বৃষ্টি দেখার কেউ নেই।
যদিও মানুষ আজকাল ঘুমহীন তবে ঘুমহীন মানুষেরা বৃষ্টি দেখে না।
মানুষ এখন অনেক বেশি ঘুমকাতুরে স্বপ্নে ফেরা।
৪।
একি অসুখের দীর্ঘ রাত্রির নিশ্চিন্ত ঘুম সে ঘুমায় কপাট এঁটে!
উঠানে অপেক্ষা দাঁড়ায়
দাঁড়ায় বিবাগী জোছনার চাঁদ,
দাঁড়ায় প্রতিশ্রুতি- কথা ছিল যার;
কথা ছিল মরণের আগে একবার ফিরে আসিবার।
৫।
তারপর ধূলো হবে আকাশ গঙ্গার নক্ষত্র রা, মুছে যাবে নদী, সুগভীর গঙ্গা খাত,
তখন তারাটির সাথে তারা টি ই কথা কবে- দুদিকের দু ছায়াপথ,
মাঝখানে আমাদের আর কথা হবে না।
৬।
আমি কোন নির্মাণে যাবো না
ধ্বংসে দাঁড়াবো প্রলয়ের মন্ত্রপূত নির্দয়দেবতা ঈশ্বর,
আমি করোটির অস্থি খুলে ঝড় দেখাবো মানবিক অলংকিত বসতে,
সব পাঁজর খুলে দেখাবো নিবিড় শূন্যতা।
৭।
এই রাতে জেনে গেছি তুমি আর বাঁচছো না
অসুখী অদৃশ্য জখম ও সারিয়ে তোলা সম্ভব,
যেমন নক্ষত্র ছিঁড়ে ফেলে দিলেও আকাশ আকাশ ই
এই রাতে জেনে গেছি পৃথিবীতে প্রেম আর প্যাটেন্ট এর আয়ু দু'টো ই সীমিত।
৮।
তুমি হাতের উপর থেকে চলে যাওয়া আলোর মত- মুঠোতেই অন্ধকার,
এ আমার আড়ষ্টতার অক্ষম হাত।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৩১
বিজন রয় বলেছেন: ১ নম্বরটি সবচেয়ে ভাল লেগেছে।
++++