![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
একবার অধিকার ছেড়ে দিলে দ্বিতীয় বার যায় না পাওয়া, মানুষে তো নয় ই,
ডুবো চরে ঘাস বুনে দিলেই নদীর মরণ;
লাঙল চষার অধিকার দিলেই মানুষ ঘর তুলে বসে
রাতারাতি বসিয়ে ফেলে হাটবাজার
ল্যাপাপোছা উঠোন মরিচ পুঁই এর টাল গরম ভাতের ধোঁয়া উঠা হেসেল,
তারপর ভুল ভেঙে অধিকার চাইতে গেলেই
রুখে আসে শাবল কোদাল হাতে,
ডাকে রাক্ষুসী!
২।
অসুখী নদী তাও তো বান ডাকে
বর্ষার অজুহাতে ভাঙে অনাচারী তীর
ভাসিয়ে নেয় রাক্ষুসী মাছের হ্যাচারী,
ভাঙে বাঁধের শাষণ, অবৈধ বাজার কালভার্ট ব্রিজ,
মানুষ তো তাও পারে না,
মানুষ শুধুই শাষণের অধিকারে শিকল পরাতে জানে।
৩।
মানুষ কোন অধিকারে নদীতে বাঁধ দেয়
মাটিতে তার কিসের অধিকার?
মাটিতো জলের সন্তান,
তিলে তিলে বালু পলি দিয়ে নদীর গর্ভে বাড়ে,
নদীর নয়তো কার বেশি চরের অধিকার?
৪।
নদীর মত ই পথ বদলে ফেলো
দু চার টা শাখায় হেঁটে দেখো কোনটা প্রশস্ত,
নদীর মত ই ভেঙে দাও মানুষের শাষণ
অন্তত বাগ মানার আগে নদীর মত ই দাপট দেখাও
বাধ্য করো ব্যায়ে মানুষের যথেষ্ট শ্রম ও সম্পদ
যাতে মৃত্যুর পরও মানুষ তোমায় কীর্তিনাশা নামে ডাকে।
©somewhere in net ltd.