নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ এখানে

১৭ ই জুন, ২০১৬ রাত ১২:২১

১।
জমে ওঠা বিন্দু বিন্দু নিরুপায় ক্ষোভ যেদিন দেখা দেবে আকাশে
সেদিন নিরীহ বৃষ্টি ই হবে আর তুমি ছাতা নিয়ে এড়াবে সেসব
এমন তো নাও হতে পারে,
উঠোনের নিরীহ দর্শন বৃষ্টিও নদীতে বান ডেকে আনে
সব মেঘেরই থাকে বজ্র ও বাতাসের সম্মিলিত ক্ষমতা।



২।
বর্ষা এলেই জল জমে যায় মাঠে,
পারানী তো দূর, একটা ডিঙি ও নেই এ তল্লাটে,
আমার কি আর শুভ্র ডানা- হাঁসের পালকে বোনা
ভেসে যাবো জলের স্রোতের মাঝে?
আমার শুধুই আষাঢ় আকাশ
বিচ্ছিন্নতা তোমার গাঁয়ের সাথে।

৩।
আমি বোধহয় ধূলো মানুষ
মন থেকে ঝেড়ে ফেলা সহজ,
আমি বোধহয় জলের কেউ
মুছে ফেলা যায় সহজে স্পর্শ দাগ,
আমি বোধহয় কেউ না শুধুই বিকেলের নীল
রাত হলেই অস্তিত্বহীন মিশে যাওয়া কালো মহাকাশ!



৪।
যুদ্ধ এখানে, টিভি নিউজে নেই,
বুকের ভেতর যুদ্ধ আছে, মাথার ভেতর রক্তক্ষয়ী সংঘর্ষ;
যুদ্ধ এখানে, বিবিসি খবরের কাগজে নেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ রাত ৩:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: অসাধারণ , তিন নাম্বার বেশী ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.