![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। সন্ধি শর্ত
আমার ঈশ্বর সেই যে আমারে ভাতের থালা আগায়ে দেয়
যে মুঠোয় দশ টাকা গুঁজে কয় পান খাইস
যে নতুন ছাপা শাড়ির গন্ধ শুকায়ে তুলে নেয় তার খশবু সাবান ডলা বুকের ভেতর।
দেশ আসে, সরকার আসে, পতাকা বদলায়
আমি পতাকা চিনি না,
ভাতের গন্ধ শুকায়ে কও তুমি কোন দেবতা নৌকো না ধানের শীষ?
২। বালিকা প্রেম
ঠোঁটের কোণের তিলের পাশে লুকিয়েছো যে গোপন চুম্বনের দাগ
ও সবাই বোঝে,
যত ঘষাঘষি করো
দশ দিঘির জল দিয়ে মোছো
ওদাগ কি আর ওঠে?
অসামান্য জ্যোত্স্নাছয় আকাশ ও একটা তারা রাখে চাঁদের পাশে
তারপরও তাবত্ পৃথিবী জানে কলঙ্ক সে চাঁদের।
৩। কবিতা শুদ্ধি
বাংলা সিনেমার মত চাদরের তলে পা ঘষাঘষি লিখে কবিরা বোঝালো এটাই প্রেম
জানালো বাতি নিভিয়ে দিলেই স্বর্গ তাবত্ পৃথিবী
কবিতার ভেতর তারা নগ্ন নারীকে তুলে আনলো রাতের ব্রোথেল থেকে
অথচ কবিতার ভেতর পড়ে আছে বাবার স্নেহ মায়ের মুখ
সোনা রং কাসার ওজুর বদনা
কৃষাণ বাড়ির আঁতপের ঘ্রাণ,
আমার প্রথম প্রেম -যাকে পাপ ভেবে এ অপবিত্র হাত ছোঁয়নি
কখনো।
©somewhere in net ltd.