![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিশ্রুতি দাও ঔজ্জ্বল্যতা হারাবে না চাঁদ ও সূর্যের
চির পাতা ঝরা বনের কাছে অচেনা হবে কুঠারের দাগ
অপ্রবেশ্য অরণ্য সৃজন দেখাবে তুমি
যেখানে আদম সুরত কালপুরুষ ভিন্ন ছায়া পড়েনি কখনো মানুষের,
প্রতিশ্রুতি দাও মাটি ও নীল হবে আকাশের মত জলের শরীরে,
আমি পুনঃজন্ম মেনে নেব,
সেদিন মানুষের বেশে পাখিদের অথবা বনচারী লাল পিঁপড়ার
যা খুশি তুমি ঠিক করে দিও সে সব জীবন
শুধু প্রতিশ্রুতি দাও অস্ত্র আর কুঠারের ক্ষুধা থেকে বাঁচাবে পৃথিবী।
©somewhere in net ltd.