| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দঋষির বর্ণমালা
আমি নিসর্গ , মেডিকেল স্টুডেন্ট , সেই সাথে হাবিজাবি লেখি। নিজের সম্পর্কে বলার আসলে কিছু নাই, কোনকিছুই অসাধারণ না আমার। এই সাধারণত্বে আমি খুশী\n\nফেসবুকেআমার বন্ধুতালিকায় যুক্ত হলে ভাল লাগবে \nফেসবুক : NISORGO OMI

বহু দিন বাদে, শহরের ছাদে আজকে বাড়ুক রাত
দুধেল ফেনিল হলদে শাদার ভাসতে থাকুক চাঁদ
আজকে না হয় ছাদ হয়ে যাক শহুরে এই আকাশ
তোমার আমার ফিসফিসানি উড়িয়ে নেবে বাতাস
আজকে হঠাত্ জোনাক জ্বলুক রাতের তারা হয়ে
নেমে আসুক মেঘদল সব আকাশের সিড়ি বেয়ে
প্রিয় নীলাম্বর,
আজ আমি খুঁজবো তোমায় অনেক রাতের পর
আর না যদি পাই খুঁজে?
আমার চোখের তারার আলোয় আধাঁর যাবে ঘুঁচে
ডুবুক শহর তোমার চুলে জমানো অন্ধকারে
অশরীরী রাত ডাকছে আমায় অপূর্ব চিৎকারে...
২|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২১
শব্দঋষির বর্ণমালা বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০
জাফরুল মবীন বলেছেন: ভাল লাগল কবি।

শুভকামনা জানবেন।