![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু জানার আগ্রহ থেকেই ব্লগ লেখার অনুপ্রেরণা পাই।
চারদিকে লাল-নীল আলোর ছড়াছড়ি আর হৈ-হুল্লোড়। এমন পরিবেশে সোফায় বসে বড় বড় হুক্কায় সিসা টানছে তরুণ-তরুণীরা। একটু পরপরই হাতবদল হচ্ছে হুক্কা। হিন্দি গানের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হুক্কায় সিসা টানার গভীর নেশা। চার দেয়ালের মধ্যে ছড়িয়ে পড়ছে ধোঁয়া। অভিজাত পরিবারের তরুণ-তরুণীদের কাছে নেশার নতুন উন্মাদনা হুক্কায় সিসা টানা।
বিভিন্ন ফলের নির্যাসই সিসার মূল উপাদান। বাংলাদেশে মূলত দুবাই থেকে এর উপাদান আসে। অধিকাংশ লাউঞ্জে সিসার উপাদানের সঙ্গে মেশানো হচ্ছে ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, হেরোইন ও বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেটসহ নেশাজাতীয় নানা ট্যাবলেটের গুঁড়া। এছাড়াও গাঁজার বিশেষ রাসায়নিক অংশ মিশিয়ে এর উপাদান ব্যবহার করা হচ্ছে।
সিসা সেবন সিগারেটের চেয়ে ৪০০ থেকে ৫০০ গুণ বেশি বিপজ্জনক। সিসার কারণে মানুষ উচ্চমাত্রার কার্বন মনোক্সাইডজনিত সমস্যায় আক্রান্ত হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, একবার সিসা সেবনে একটি সিগারেটের চেয়ে ৪/৫ গুণ বেশি কার্বন মনোক্সাইড গ্রহণ করা হয়ে থাকে। উচ্চমাত্রার কার্বন মনোক্সাইডে মস্তিষ্কের ক্ষতি হতে পারে এবং অচেতন হওয়ার সম্ভাবনা থাকে।
বর্তমানে স্মার্টনেসের নতুন মাত্রা কি তাহলে সিসা? নাকি যে ছেলে বা মেয়েটা সিসা টানে না, সে পুরাই ক্ষেত? নাকি বাবার টাকা আছে, তাই সিসা টানা?
২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৮
নিঃশব্দ রাত বলেছেন:
২| ২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:১০
ওয়ান টু নাইন বলেছেন: কেউ দেখার নাই !!!!
২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৯
নিঃশব্দ রাত বলেছেন:
৩| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
একাকী বালক বলেছেন: তবে তার আগে আমারে বুঝান রাস্তায় হাজার লোক যে বিড়ি খাইয়া আমারে প্যাসিভ স্মোকিং করায় হেইডা নিয়া আপনারা কিছু কন না কেন।
৪| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
নসিমনের যাত্রী বলেছেন: কয়েকদিন পর পরই এইসব নিউজ দেখি,তারপরও থামেনা । কারও সদিছ্ছা আছে বলে মনে হয় না ।
৫| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২৪
নীরব বালক বলেছেন: একাকী বালক, আপনার কাছের বা আশে পাশের কোনও বন্ধু যখন আয়েশে বিড়ি ধরায়ে ধোঁয়া ছাড়ে আপনার সামনে, তখন আপনি কিছু বলেন?
আপনি কই পড়েন বা পড়সেন জানিনা, কিন্তু public university- র হল গুলতে মধ্য রাতে যখন গাজার আসর বসে, হয়ত আপনার কোনও বন্ধু ওই আসরের মধ্যমণি, সেইটা কি আপনার জানা আছে??
আগে পাশের মানুষ গুলোকে বুঝান, তারপর দেখেন কে কি বলতেসে।
২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩৮
নিঃশব্দ রাত বলেছেন: অনেক ভাল কথা বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০৭
Ashish বলেছেন: সীসা ও খাওয়া যায় নাকি? !!!!!