![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
He is the strongest man in the world who can stand alone !!!
কোন এক বসন্তের প্রাণবন্ত সকাল। অনির্দিষ্টের মতো ছেলেটা একটা শপিং কমপ্লেক্সের ভিতর এদিক-সেদিক ঘোরাঘুরি করতে থাকে। একসময় তার চোখ পড়ে যায় একটা CD-স্টোরের কাউন্টারে দাঁড়ানো খুব সুন্দর একটা মেয়ের দিকে। মেয়ের হাসিটা ছিল অপূর্ব রকমের সুন্দর , ছেলেটা প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়ে যায়। এটাই মনে হয়, Love At First Sight.
ছেলেটা সামনে এগিয়ে একটা CD নিয়ে মেয়েটার দিকে বাড়িয়ে দেয়।
ছেলেটা: "আমি এই CD-টা কিনতে চাচ্ছিলাম।"
মেয়েটা: (হাসিমুখে) "তুমি চাইলে আমি এটা তোমার জন্য সুন্দর দেখে একটা প্যাকেটে Wrapping করে দিতে পারি।"
ছেলেটা মাথা নিচু করে সম্মতি জানায়।
মেয়েটা কিছুক্ষনের মধ্যে শপ-এর ভিতর থেকে CD-টা Wrapping করে নিয়ে আসে। ছেলেটা CD-টা নিয়ে বাসায় চলে যায়। এরপর থেকে ছেলেটা প্রতিদিন CD-শপে এসে একটা করে CD কিনতে থাকে। মেয়েটা আগের মতোই তা Wrapping করে দেয়। ছেলেটা Wrapping করা CD নিয়ে গিয়ে বাসায় তার সেল্ফ-এ রেখে দেয়। ছেলেটা অনেক চেষ্টা করে মেয়েটাকে তার ভালোলাগার কথা বলার, কিন্তু তা বলতে পারে না। ছেলেটার মা একসময় বিষয়টা জানতে পারে। তখন তিনি তার ছেলেকে পরামর্শ দেন সাহস করে মুখ ফুটে একবার কথাটা বলে দেখতে।
পরদিন ছেলেটা আবার CD-শপে যায়। প্রতিদিনের মতো সে আজও একটা CD কেনে। ছেলেটা ভালোলাগার কথা বলার চেষ্টা করে এবং আজও ব্যর্থ হয়। মেয়েটা CD-টা Wrapping করার জন্য ভিতরে চলে যায়। এমন সময় ছেলেটার মাথায় একটা বুদ্ধি খেলা করে। সে সাথে সাথে একটা কাগজের মধ্যে লিখে, "কেন জানি তোমাকে আমার অসম্ভব রকমের ভালো লেগে গেছে। আমরা কি আগামি পরশুদিন বিকালে কফিশপে দেখা করতে পারি।" লেখাটার নিচে সে তার নাম ও ফোন নাম্বার লিখে রাখে। এরপর কাগজটা মেয়েটার ডেস্কের উপর রেখে ছেলেটা দৌড়ে চলে যায় CD-শপ থেকে।
[গল্পের এই পর্যায়ে এসে ছেলেটার আর মেয়েটার নামকরণ করা যাক। ধরা যাক ছেলেটার নাম 'জন' আর মেয়েটার নাম 'মারিয়া'।]
পরশুদিন বিকাল। এক ঘন্টা ধরে মেয়েটা কফিশপে অপেক্ষা করছে ছেলেটার জন্য। ছেলেটার অনুপস্থিতি দেখে একসময় মেয়েটা ডায়াল করে ছেলেটার ফোন নাম্বারে। ছেলেটার মা ফোন রিসিভ করে।
- "হ্যালো"
-- "জন আছে? ওকে একটু দেওয়া যাবে?"
- "কে বলছো তুমি?"
-- "আমি মারিয়া"
- "মারিয়া, তুমি কি জান না 'জন' গতকাল রোড অ্যাক্সিডেন্টে ........."
ছেলেটার মা আর কথা কমপ্লিট করতে পারেন না, তার দুইচোখ বেয়ে কান্না চলে আসে। তিনি ধীরে ধীরে তার মৃত ছেলের রুমে যান। একসময় তার চোখ পড়ে যায় ছেলেটার সেল্ফ-এর উপর সাজিয়ে রাখা অসংখ্য Wrapping করা CD-এর উপর। তিনি অবাক হয়ে দেখেন যে একটা CD-ও Wrapping করা অবস্থা থেকে খোলা হয়নি।
তিনি একটা CD হাতে নিয়ে Unwrapped করেন। CD-এর ভিতর একটা কাগজ খুঁজে পান তিনি। তাতে লেখা আছে, "কেন জানি তোমাকে আমার অসম্ভব রকমের ভালো লেগে গেছে। আমরা কি কোন একদিন বিকালে কফিশপে দেখা করতে পারি - 'মারিয়া'।"
সাথে সাথে তিনি আর একটা CD হাতে নিয়ে Unwrapped করেন। আবার এই CD-এর ভিতরেও তিনি আর একটা কাগজ খুঁজে পান। তাতে লেখা আছে, "কেন জানি তোমাকে আমার অসম্ভব রকমের ভালো লেগে গেছে। আমরা কি কোন একদিন বিকালে কফিশপে দেখা করতে পারি - 'মারিয়া'।"
*** বিদেশি গল্পের ছায়া অনুসারে।
*** এর আগে এ-রকম আর দুটো পোষ্ট দিয়েছিলাম। পড়তে চাইলে নিচের লিন্কে ক্লিক করেন।
একটা মিথ্যা ছোটগল্প ..............
অন্ধকারের গল্প ............
০৩ রা এপ্রিল, ২০১০ ভোর ৬:৩৭
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ, বাবুল ভাই।
২| ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৭:০৮
হেলিকন বলেছেন: মাই গড! েবশ ধাক্কা খেলাম।
আপনার পাঠক হলাম।
আর িপ্রয়তে।
০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৭:১১
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৭:৪৫
ভোরের তারা বলেছেন: বাহ খুব সুন্দর!!!
০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৮:০৬
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ ভোরের তারা।
৪| ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৯:২২
নীল কষ্ট বলেছেন: অসম্ভব রকমের একটা ভালো লাগা কাজ করল।
কি স্নিগ্ধ তাদের ভালোবাসা।
++++++++
০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ৯:৪২
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেয়ে আমারও ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:১৬
আরিফ আমীন বলেছেন: চিরঞ্জিব হোক তাদের ভালবাসা,আর আপনি হোন তাদের ভালবাসার প্রকাশ।
আমার কতটা ভাল লাগছে তা বলব না,শুধু বলব আরো চাই।
০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:২৬
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই। চেষ্টা করবো আপনাদের আরও ভালো কিছু দেওয়ার। আপনার মন্তব্য দেখে অনেক বেশি ভালো লাগলো আমার।
৬| ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৬
শ্রীমান বলেছেন: 'ভালবাসা অন্ধ' বুঝলাম...বুঝানোর জন্য ধন্যবাদ।
১৮ ই জুলাই, ২০১০ সকাল ৯:৫১
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৭| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৯
বডটজসৃ বলেছেন: oshomvob bhalo laglo....
১৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৪
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৮| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ১:২৫
আমি তুমি আমরা বলেছেন: অসম্ভব ভাল লাগল
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩০
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আমি-তুমি-আমরা।
ভালো থাকবেন, এই প্রার্থনা রইলো।
৯| ৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৮
শামীম শরীফ সুষম বলেছেন: খুব খুব ভালো লাগলো
১০| ৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫০
শায়মা বলেছেন: +
১১| ২১ শে জুলাই, ২০১১ রাত ৩:৩৩
ধূর্ত শিকারি বলেছেন: এই জিনিস এতদিন পরে পাইলাম
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২
রিকতা মুখাজীর্র্ বলেছেন: সত্যিই ভালোবাসা র প্রকাশ পেল না।
১৩| ০২ রা মে, ২০১৯ রাত ৮:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার !
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১০ ভোর ৬:৩৬
বাবুল হোসেইন বলেছেন: ভালো লিখছেন বস।+++