নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born To Dominate .......

Everything in the world has an expirary date, even relationship.

নিঃসঙ্গ যোদ্ধা

He is the strongest man in the world who can stand alone !!!

নিঃসঙ্গ যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

Gone Girl

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭



কোন সকালে একটু ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়ে এসে যদি আবিষ্কার করেন আপনার বউ ঘরে নাই - কেমন লাগবে? এদিক-সেদিক কোথাও নেই। গন গার্ল মুভিটা শুরুই হয় এভাবে - নায়ক তার পঞ্চম বিবাহবার্ষিকীতে এমন ভাবেই বউকে হারিয়ে ফেলে। রীতিমত উধাও। পুরো এলাকায় ঢি ঢি পড়ে গেল। এমনকি লোকাল মিডিয়ার নিউজেও হট টপিক হয়ে উঠল। কারণ, নায়কের স্ত্রী একজন প্রাক্তন সেলিব্রেটি, গোয়েন্দা-পুলিশ বিভাগ কিছু আলামত দেখে সন্দেহের বাণ হানে নায়কের উপর। এমন কিছু সূত্র আর খুটিনাটি পাওয়া যায় সন্দেহ করাটা অস্বাভাবিক নয়। এক পর্যায়ে ঘটনা নাটকীয় মোড় নেয়। দর্শকদের চিন্তাভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তরতরিয়ে চলতে থাকে এই মুভি। রহস্য-সাস্পেন্সের তালিকায় নিঃসন্দেহে শীর্ষে থাকবে ডেভিড ফিঞ্চার পরিচালিত এই টান টান রহস্যে ঘেরা "গন গার্ল"।

অফটপিক: মুভিটা এতো ভালোলাগলো যে এর বই কিনে পড়া শুরু করলাম। তারপর প্রিয় মুভি আর প্রিয় বইকে আমার বানানো একটা মিউজিক ভিডিওতে স্থান দিলাম। এই ছবিটা মিউজিক ভিডিও এর স্টিল পিকচার। সময় পেলে ভিডিওটি দেখতে পারেন।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০

তারেক_মাহমুদ বলেছেন: হুম দেখবো

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ। দেখতে পারেন। ভালো লাগবে।

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: দেখতে বসলুম... =p~

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: হুম। দেখেন। আশা করি ভালো লাগবে।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: একটা বিদেশী সিনেমা আপনার ভালো লেগেছে, বেশ ভালো কথা। কিন্তু সেই সেই সিনেমার বিজ্ঞাপন করা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। বিদেশী সিনেমার আগ্রসানে আমাদের দেশীয় সিনেমা যখন মন্দায় তখন আপনার এই পোষ্ট দেশীয় সিনেমাপ্রেমী দর্শকের কাছে কাটা গায়ে নুনের ছিটা।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: আমি নির্বাক।

পুরাই মাননীয় স্পিকার হয়ে গেলাম।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৮

কামরুননাহার কলি বলেছেন: ওকে দেখবো।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকবেন।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০

গরল বলেছেন: মিউজিক ভিডিওটা খুব ভাল লাগল এবং গানটাও, প্রফেশনাল কাজ করেন বুঝা যায়।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩

বনসাই বলেছেন: সোহাগ তানভীর সাকিব বলেছেন: একটা বিদেশী সিনেমা আপনার ভালো লেগেছে, বেশ ভালো কথা। কিন্তু সেই সেই সিনেমার বিজ্ঞাপন করা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। বিদেশী সিনেমার আগ্রসানে আমাদের দেশীয় সিনেমা যখন মন্দায় তখন আপনার এই পোষ্ট দেশীয় সিনেমাপ্রেমী দর্শকের কাছে কাটা গায়ে নুনের ছিটা। কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি।

বিদেশী সিনেমার আগ্রাসনে দেশীয় সিনেমার মন্দা অবস্থা- কথাটা পুরোপুরি সত্য নয়। এই বিদেশ হবে কেবলই ভারত।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৮

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: "এই বিদেশ হবে কেবলই ভারত।" --- সহমত।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: ► সকাল বেলা বউরা সাধারণত বাথরুমে থাকে। নায়কের উচিত ছিল আগে ওখানে খোঁজ করে দেখা। বুঝাই যাচ্ছে সে এখনো
বাস্তব জীবনে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়নি।
► বউ মরলে এখন বড় সমস্যায় পড়েন স্বামী বেচারা। তাকে সন্দেহ করাটা এখন একটা নিয়মে দাঁড়িয়েছে।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: এক্সাক্টলি ....
এক্সাক্টলি ....

৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগলো ভিডিওটা।

আপনার জন্য শুভ কামনা।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ভালো থাকবেন।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১

ইব্‌রাহীম আই কে বলেছেন: বাসায় এসে দেখলাম বুয়া আসেনি তাই রান্নাও হয়নি। এক চুলায় ভাত আর একটাতে মুরগী বসিয়ে দিয়েই সামুতে চলে আসলাম। এসেই আপনার লেখাটাকে সামনে পেলাম। পুরু লেখাটা পড়লাম। এখন ভিডিও টাও দেখব।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: মুভিটা আজই দেখবো।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: আশা করি ভালো লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.