![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
He is the strongest man in the world who can stand alone !!!
ছোট ছোট কিছু কাজ আমি প্রায়-সময় করতে পছন্দ করি। রেস্টুরেন্টে ঢোকার সময় আমি দরজা খুলে দেই, খাবারের ডিশ অর্ডার দিলে সবসময় আগে অন্যের প্লেটে নিজ হাতে খাবার সার্ভ করি। বাসায় পৌঁছে ফোন দিতে বলি, ঠিকমতো বাসায় পৌঁছালো কিনা তা নিয়ে চিন্তা করি, অন্যের সেফটি ও কমফোর্ট নিয়ে সচেতন থাকি। অপরিচিত মানুষের চোখে চোখ পড়লে একটা স্মাইল উপহার দেই। বন্ধুর খারাপ সময়ে শ্বান্তনা দিতে না পারলেও তার পাশে চুপচাপ বসে থাকি অনেকক্ষন। চেষ্টা করি মোটিভেট করতে। কাউকে কাউকে সারপ্রাইজ গিফট দেই, আবার মাঝে মাঝে কোন ড্রেসের শোরুমে নিয়ে গিয়ে বলি, "You choose, I pay."। ফেসবুকে লাভ রিঅ্যাক্ট দেই, হঠাৎ করে কাউকে বলে উঠি, "You are beautiful." - ফ্ল্যার্ট করার উদ্দেশ্যে নয়, আসলে আমি কমপ্লিমেন্ট দিতে পছন্দ করি।
হয়তো অনেকে এসব বুঝতে পারে, তার মাঝে দু-একজন তা অ্যাপ্রিশিয়েট করে। কেউ বুঝতে না পারলেও কোন সমস্যা নেই, আমার আসলে এসব করতে খুব বেশি ভালো লাগে। নিজেকে হালকা লাগে, নিজেকে "Larger than myself" মনে হয়। তাইতো আমার মাঝে মাঝে মনে হয় - কি ভীষণ আনন্দময় এই বেঁচে থাকা!
১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৩৮
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: একটু দামী দেখে কিনে দিয়েন বড়ভাই।
২| ১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
আমরা যেটা কিনে দেবো, সেটা আপনাকে বাজাতে হবে না, নিজের থেকেই বাজবে!
১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৫০
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: তাহলে তো ভালই হয়। ঢোল অটোপাইলট মুডে নিজে বাজবে, আমি গিটার বাজাবো, আর ড: মাহফুজুর রহমান গান গাবে।
৩| ১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: আপনার যে পরিচিতি লিখেছেন- Born To Dominate, তার সাথে তো মনে হয় উপরোক্ত গুণাবলী ঠিক যাচ্ছেনা।
৪| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনার ঢোল ফেটে গেলে আমরা একটা কিনে দেবো।