নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের যে কোনো দেশে সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশু জন্মের হার যেন ১৫ শতাংশের বেশি না হয়

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩

আধুনিক হাসপাতালে একদল প্রসূতিরোগবিদ একটি সিজারিয়ান অপারেশন করছেন। ছবিটি সদ্যজন্ম নেওয়া শিশুকে মায়ের একেবারে প্রথম দর্শনের দৃশ্য।
সিজারিয়ান সেকশন হল যা সি সেকশন C-section বা সিজার Caesar নামেও পরিচিত। এটি এক প্রকার শল্যচিকিৎসা যা এক বা একাধিক শিশু জন্মদানের জন্য মায়ের উদর এবং জরায়ুতে করা হয়। এটি সাধারণত করা হয় তখনই যখন প্রাকৃতিক নিয়মে জন্মনালির মাধ্যমে যোনীয় প্রসব সম্ভব হয় না অথবা সম্ভব করতে গেলে মায়ের বা শিশুর জীবন বা স্বাস্থ্য হুমকির সম্মুখীন হতে পারে। যদিও বর্তমান সময়ে প্রাকৃতিক পন্থায় জন্মদান সম্ভব হলেও অনেক মা সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মদানের জন্য অনুরোধ করেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী কোনো দেশের সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশু জন্মের হার, মোট জন্মহারের ১৫ শতাংশের বেশি হওয়া অনুচিত?

ইন্টারনেটের সূত্র ধরেই পোস্টটি লেখা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

মেমননীয় বলেছেন: কিন্তু বাংলাদেশে এর হার উল্টা

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৪৯

নাইম রাজ বলেছেন: আনুমানিক সেটা প্রায় ৮৫%হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.