নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

হাম্পি (ছবি ব্লগ)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮


ভিরুপক্ষ মন্দির, হাম্পি, কর্ণাটক
হাম্পি হল ভারতের কর্ণাটক এট উত্তরে অবস্থিত একটি গ্রামের নাম। হাম্পিতে অবস্থিত ভগ্নাবশেষসমূহের জন্যে জায়গাটি খুব বিখ্যাত জায়গা হিসেবে পরিচিত। হাম্পির স্মারকসমূহ হল উত্তর কৰ্ণাটকের মনোরম বিলাসবহুল হাম্পি নগরের স্মারকসমষ্টি। হাম্পিতে বিজয়নগর সাম্রৰাজ্যের অধুনালুপ্ত রাজধানী বিজয়নগরের ধ্বংসাবশেষ অবস্থিত। এই নগরের চারদিকে দ্ৰাবিড় স্থাপত্য মন্দির এবং প্রসাদের ধ্বংসাবশেষ এখনো আছে। চতুৰ্দশ এবং ষোড়শ শতাব্দীর মধ্যবৰ্তী সময়ে যেসকল পর্যটক ভারতে এসেছিলেন তারা সকলেই এই মন্দিরসমূহের ভূয়সী প্রশংসা করে গেছেন । হাম্পিতে অনেক গুরুত্বপূৰ্ণ হিন্দু ধৰ্মীয় মন্দির আছে। এখানে বিরুপক্ষ মন্দিরসহ একাধিক স্মারক অবস্থিত। এছাড়াও রয়েছে অনেক অভিজাত বাসগৃহ, হাতী বন্ধা ঘর, রাণীর আভিজাত স্নানগার, লোটাস মহল ইত্যাদি। এই স্মারকসমূহ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা (i), (iii) ও (iv) অনুযায়ী সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে অন্য একটি ।

হাম্পি
স্থানীয় ভাাষায় হাম্পিকে পাম্পা ক্ষেত্ৰ বা কৃষকৃন্দ ক্ষেত্ৰ অথবা ভাষ্করা ক্ষেত্ৰ বলে জানা যায়। ভাষ্কর নামটি পাম্পার থেকে উৎপত্তি হয়েছে যা তুঙ্গভদ্ৰা নদীর প্রবাচীন নাম। হাম্পি নামটি হাম্পের থেকে উৎপত্তি হয়েছে ।

হাম্পির সৌৰ্ন্দয্য, ৩৬০° পেনোরমা দৃশ্য মাতাঙ্গা পাহাড় থেকে
৩য় শতকে যীশুখ্রীষ্টের জন্ম আগে গবেষকদের মতে সে সময়ে অশোক রাজার শাসনামল ছিল বলে প্রমাণ পাওয়া যায়।

হ্যাম্পির কৃত্ৰিম লেক

নরশিমহঃ বিগ্ৰহ

ঘড়ী টাওয়ার

ষ্ট্রে মন্দির

ফাৰ্মের দৃশ্য অঞ্জনায়াদি পাহাড় থেকে
হাম্পি তুঙ্গভদ্ৰা নদীর তীরে অবস্থিত। বেঙ্গালোরু থেকে দূরত্ব ৩৪৩ কিঃমিঃ এবং বেলারীর থেকে ৭৪ কিঃমিঃ। নুন্যতম দূরত্বতে থাকা রেল স্টেশন হচ্ছে মন্ট্ৰালয়ম যা তুঙ্গভদ্ৰা নদীর তীরে অবস্থিত।

তুঙ্গভদ্ৰা নদী

তথ্যসূত্র: http://whc.unesco.org/en/list/241
http://whc.unesco.org/archive/advisory_body_evaluation/241.pdf

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম ্

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০

নাইম রাজ বলেছেন: শুভেচ্ছা থাকলো ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: আজ শুধু ছবিগুলো দেখে গেলাম। সুন্দর।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

নাইম রাজ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: অন্যরকম ভালো লাগা রেখে গেলাম হাম্পি ছবি ব্লগ ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় ব্লগার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.