নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

চাঁদের পাহাড় ( রোমাঞ্চকর উপন্যাস)

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:২২


চাঁদের পাহাড় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বাংলা রোমাঞ্চকর উপন্যাস। ১৯৩৭ সালে গ্রন্থাকারে বের হওয়া এই উপন্যাসটি শঙ্কর নামক ভারতবর্ষের সাধারণ এক তরুণের আফ্রিকা মহাদেশ জয় করার কাহিনী। বাংলা ভাষায় সম্ভবত এটিই সর্বাধিক জনপ্রিয় এবং একটি গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর উপন্যাস।
[sb] সংক্ষেপে কাহিনী
চাঁদের পাহাড়-এর কাহিনী এক বাঙালি অভিযাত্রীকের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যে ১৯০৯-১৯১০ সাল নাগাদ আফ্রিকা যায়। শঙ্কর রায় চৌধুরী, এই চলচ্চিত্রের নায়ক, গ্রাজ্যুয়েশন করার পর পাটকলে চাকরি পায়। কিন্তু সে রোমাঞ্চ খোঁজে। সে আফ্রিকার দুর্গম স্থানে যেতে চায়।অবশেষে তার গ্রামের এক অধিবাসী, যে আফ্রিকায় কাজ করে, তার সহায়তায় সে আফ্রিকায় ক্লার্ক হিসেবে কাজ পায় এবং উগান্ডা রেলওয়েতে চাকরি পায়। কিন্তু সেখানে মানুষখেকো সিংহ, প্রথম বিশ্বযুদ্ধ-এর আগের সমস্যা থাকে। ইতিমধ্যে সিংহের সাথে তার যুদ্ধ হয়। এছাড়াও এখানে ব্ল্যাক মাম্বা সাপের আক্রমণ হয়। এখানেই সে পর্তুগিজ অভিযাত্রীক এবং স্বর্ণসন্ধানী ডিয়েগো আলভারেজ-এর দেখা পায়। আলভারেজ তাকে তার সময়ের ঘটনা বলে। সে এবং তার সঙ্গী জিম কার্টার পৃথিবীর সবচেয়ে বড় হীরক খনীর সন্ধান পায়। কিন্তু ভয়ংকর জন্তু বুনিপ জিমকে মেরে ফেলে এবং আলভারেজ ফিরে আসতে বাধ্য হয়।


সব শুনে শঙ্কর ক্লার্কের চাকরি ছেড়ে দিয়ে আলভারেজের সাথে খনী অনুসন্ধানে বের হয়। তারা ঘন জঙ্গলে প্রবেশ করে। পথে তাদের অবর্ণনীয় অসুবিধা হয়। জ্বলন্ত আগ্নেয়গিরি তাদের পথে বিরাট বাঁধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে আলভারেজকেও সেই বুনিপ মেরে ফেলে। শঙ্কর একা হয়ে পড়ে।সে সভ্যতার খোঁজে বের হয়। সে বুনিপের গুহা খুঁজে পায়। সে নিজের অজান্তেই হীরকের খনী খুঁজে পায়। সেই গুহায় সে পথ হারিয়ে ফেলে। এক পর্যায়ে কিছু পাথরের সহায়তায় সে গুহা থেকে বের হতে সক্ষম হয়। সে সাথে করে কিছু পাথর নিয়ে আসে। আসলে সেই পাথরগুলো আর কিছুই নয়, কাচা হীরা। সে ইতালীয় অভিযাত্রীক আত্তিলীয় গাত্তির নোট থেকে জানতে পারে, আসলে সে যেই গুহায় পৌছেছিল, সেই গুহায়ই বিখ্যাত হীরক খনী, যার জন্য জন ও আলভারেজ তাদের জীবন হারিয়েছে।

কিন্তু সে ততক্ষণে কালাহারি মরুভূমিতে পথ হারিয়েছে। নিজের প্রাণ বাঁচানোই তখন দুষ্কর। মরুভূমিতে সে জলের অভাবে প্রায় মৃত্যুবরণ করেছিল। তার মাথার উপর শকুনেরা ঘোরাফেরা শুরু করে। পথে সিংহের সাথে তার যুদ্ধ হয়। অবশেষে এক সার্ভে টিম তাকে খুঁজে পায় এবং মুমূর্ষু শঙ্করকে শৈলেশবাড়ি, রোডেশিয়ায় নিয়ে বাঁচায়।শঙ্কর বইয়ের শেষে বলে যে সে আবার বড় দল নিয়ে এসে এই হীরক খনীর সন্ধান করবে, যার জন্য আলভারেজ, কার্টার ও আত্তিলীয় জীবন দিয়েছে।


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছে

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮

নাইম রাজ বলেছেন: আমার কাছেও।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৪

সজীব মোহন্ত বলেছেন: দেখেছি। ভালো লেগেছে।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

নাইম রাজ বলেছেন: দেখার জন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৭

রোকসানা লেইস বলেছেন: ছবির চেয়েও বইটি আমার বেশী প্রিয়

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভালো কথা বলেছেন।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৪

newgem বলেছেন: ভালো লাগল জেনে ।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাইম রাজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪২

পথহারা মানব বলেছেন: বইটা অসাধারন!!!!!!!!!!!!কি রোমাঞ্চকর এক উপন্যাস।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নাইম রাজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৬| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫

আততায়ী আলতাইয়ার বলেছেন: অস্ট্রেলিয়ান মিথ এর দানব Bunyip আফ্রিকায় কি করে

২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯

নাইম রাজ বলেছেন: কি বলছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.