নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

আতিয়া মহলে এখনো চলছে অপারেশন টোয়াইলাইট

২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০


সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আটকে পড়া শতাধিক বাসিন্দাদের উদ্ধারের পর শুরু হয়েছে চূড়ান্ত অভিযান।প্রায় ত্রিশ ঘণ্টা ঘিরে রাখার পর দুই ঘণ্টা বিরতি দিয়ে আবারও সেখানে সেনাবাহিনীর প্রচুর গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।শনিবার দুপুর প্রায় সোয়া দুইটার দিকে ভবন প্রাঙ্গণে সেনাবাহিনীর সাজোয়া যান প্রবেশ করেছে বলে জানা যায়। এ অভিযানকে কেন্দ্র করে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এতে ওই এলাকায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়।
তার আগে সকাল আনুমানিক এগারটার দিকে আতিয়া মহলের উনত্রিশটি ফ্ল্যাটে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপদ কর্মীরা বা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়াও হয়েছে।অপারেশন টোয়াইলাইটএর অংশ হিসেবে সকাল পৌনে আটটার দিকে আতিয়া মহলের গ্যাস বিদ্যুত ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে সাংবাদিকসহ কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না । আশপাশে রাখা হয়েছে সাজোয়া যান অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি।
তথ্য ইন্টারনেট।


মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৬

রিফাত হোসেন বলেছেন: মশা মারতে কামান দাগানোর মত অবস্থা। এক কাজ করলে কেমন হয়, সোয়াট,সোয়াড(নেভী),রেব,পুলিশ,রেগুলার কমান্ডো বিলুপ্ত করুক। ডাইরেক্ট প‌্যারা কমান্ডো দিয়ে কাজ শেষ করুক!!!
যে বাহিনীর যে কাজ তাকে সেভাবই প্রশিক্ষিত করে প্রয়োগ করা উচিত। তা না হলে বিশ্বের কাছে হাসির পাত্র হতে হবে।

এসবের কোন মানে হয় না।

আশা করছি অভিযান সফল হবে। বাসিন্দা যারা আটকে আছে এখনও বা থাকতে তাদের জন্য দোয়া করি।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ রিফাত ভাই আপনার মন্তব্যের সাথে সহমত।

২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:০২

থান্ডারবোল্ট বলেছেন: রিফাত হোসেন@ যথার্থ বলেছেন। যে বাহিনীর যে কাজ তাকে সেভাবই প্রশিক্ষিত করে প্রয়োগ করা উচিত। কিন্তু প্রশিক্ষণের সাথে সাথে নৈতিক মনোবলও বাড়াতে হবে।

রেগুলার কমান্ডো আর প্যারা কমান্ডোর মধ্যে কোন তফাৎ নেই। আমাদের দেশের রেগুলার কমান্ডো ব্যাটালিয়নটাকে প্যারা কমান্ডো ব্যাটালিয়ন নামে অভিহিত করা হয়েছে।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৩

রিফাত হোসেন বলেছেন: নাইম সাহেব রেগুলার কমান্ডো ইউনিট বলতে আমি তাদের বুঝিয়েছি যারা কমান্ডো কোম্পানির আন্ডারে রয়েছেন। তা বিডি মিলিটারির ডিভিশন গুলোতে ১টা করে কমান্ডো ইউনিট বা কোম্পানী থাকার কথা।

তবে তারা প‌্যারা কমোন্ডো ইউনিট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। এক্ষেত্রে বলেন যদি পাথর্ক্য নাই, তাহলে বলব আছে!

আছে এইভাবে যে একটা ইউনিটি টানা কয়েক বছর ট্রেনিং এবং ট্রেনিং এ থাকে। অর্থাত প্র্যাকটিস এর মধ্যে আছে, আর তাদেরকেই এই জঙ্গী অপারেশনে নেয়া হয়েছে। যা আমাদের swad এর পরের বেস্ট ইউনিট।

আর যারা প‌্যারাকমান্ডো ৩ বছর মতান্তরে সাড়ে ৩ বছর মেয়াদ শেষ করে প‌্যারা কোমান্ডো ব্যাটালিয়ন থেকে ফিরে আসেন। তারা কমান্ডো হিসেবে থাকতে পারেন, কমান্ডো কোম্পানীতে। (৩ বছর বলতে সার্ভিস বুঝিয়েছি আবার তাহাই কিন্তু প্র্যাকটিস কন্টিনিউ বা দরকার পরলে ফিল্ডে কাজ করা)

পাথর্ক্য হয়ে যায় একটা বিশেষায়িত কমান্ডো ইউনিট বা প‌্যারা কমান্ডো যারা কন্টিনিউ প‌্র্যাকটিস এর উপর রয়েছে। আরেকটা প্র্যাকটিস এর উপর নয় কিন্তু তারাও রেগুলার কমান্ডো ইউনিট এর অন্তর্গত কিন্তু তাদের সার্ভিস প্যারা কমান্ডো ব্যাটালিয়নে নাই।

চাইলে ঢাকা ক্যান্টনমেন্ট এর কমান্ডো কোম্পানীকে তলব করতে পারত কিন্তু এর থেকে কন্টিনিউ প্র্যাকটিস এর উপর থাকাদেরকেই ভরসা মনে করল!

দেরীতে উত্তর দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী :(

৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৫

রিফাত হোসেন বলেছেন: ধুর, :(, নাইম সাহেব না । :( আমি থান্ডারবোল্ট সাহেব কে বুঝিয়েছি।
নামটা ভুলে লিখেছি। :( দু:খিত।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৪

নাইম রাজ বলেছেন: ওই একই কথা আমিও এ উছিলায় কিছু বুঝে নিলাম। আমরা আমরাইতো ।

৫| ১১ ই মে, ২০১৭ বিকাল ৪:২৩

থান্ডারবোল্ট বলেছেন: রিফাত ভাই, আমি তো আরো দেরীতে রিপ্লাই দিলাম..

মূল কমান্ডো প্রশিক্ষণ দেয় এসআইএ্যান্ডটি এর স্পেশাল ওয়ারফেয়ার উইং।

আর্মির এক্সপ্যানশনের কারনে ডিভিশন পর্যায়ে কমান্ডো কোম্পানীর কনসেপ্টটা আর কন্টিনিউ করা হয়নি। বরং কমান্ডো ব্রিগেড ফর্ম করা হয়েছে। আর এর বদলে ডিভিশন পর্যায়ে কমান্ডো টাইপেরই বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে যা একটি সাব-ইউনিটে রূপ দিতে আরো কিছুটা সময় লাগবে।

ঢাকাতে প্যারা কমান্ডো এর কিছু এলিমেন্ট রাখা আছে, ফর এমার্জেন্সী এ্যাট মাইনর লেভেল।

৬| ২৮ শে জুন, ২০১৯ রাত ১:৫৮

রিফাত হোসেন বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ বোল্ট সাহেব। নতুন কিছু জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.