নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

পোশাক কারাখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলে কাদের বেশি লাভ ও ক্ষতি হবে বলে মনে করা যায় ?

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬


যেখানে এখনো পযন্ত শ্রমিকদের সঠিক মজুরি কাঠামো নিয়ে কোনো দাবীই মেনে নেয়া হচ্ছেনা দফায় দফায় চলছে শ্রমিক আর পোশাক শিল্প মালিকদের মধ্যে আন্দলোন আর এসব ঘটনায় দেশের প্রায় অধ্যশত পোশাক শিল্পকারখানা বন্ধ সেখানে, কেমন করে কাল থেকে কাজ না করলে মজুরি বা বেতন পাবেননা আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশ্যে এরকম হুঁশিয়ারি দেন বিজিএমইএর ঠিক মাথায় ধরতে চাইছে না। তাছাড়াও গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, ‘একটি মহলের’ ইন্ধনেই শ্রমিকরা এ ধরনের আন্দোলন চালাচ্ছে বলে তারা মনে করছেন।রোববার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান শ্রমিকদের উদ্দেশে বলেছেন আগামীকাল সোমবাব থেকে যদি আপনারা কাজে যোগ না দেন তাহলে আপনাদেরকে কোনো মজুরি প্রদান করা হবে না। শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী কারাখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে। যেখানে দেশের সবচেয়ে বেশি আয়
ও রপ্তানী এবং শ্রমিকদের কর্মস্থল হচ্ছে পোশাক শিল্প সেখানে তাদের উচিৎ প্রতিটা পদক্ষেপ খুব ঠাণ্ডা মাথায় ভেবে চিন্তে নেয়া।শ্রমিকদের বিরুদ্ধে হুট করেই কোনো সিদ্ধান্ত নেয়াটা ঠিক হবে না । তাদের দাবী গুলো সরকারের বিবেচনায় নেয়া উচিৎ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

কামরুননাহার কলি বলেছেন: বড় একটা খাত সরকারের ক্ষতি হবে। এতে শ্রমিকদের কিছু হবে না। ওরা অন্য জায়গায় খেটে খেতে পারবে।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

নাইম রাজ বলেছেন: আর সেজন্যই আমার মতে সরকারের উচিৎ এখানে শ্রমিকদের পক্ষ নিয়ে নীতিবাচক ভূমিকা পালন করা।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

নজসু বলেছেন:



ক্ষতিগ্রস্থ উভয় পক্ষই হবে।
যদিও শ্রমিকরা অন্য স্থানে কাজ খুঁজে নিতে পারবে তবুও তাদের হয়রানি হতে হবে।
আজকাল কাজ পাওয়াও কষ্টকর।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

নাইম রাজ বলেছেন: শ্রমিক ও সরকারেরচেও মনে হয় বেশি ক্ষতি হবে দেশের অর্থনীতি।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: কি হয় পোশাক শ্রমিকদের কিছু টাকা বাড়িয়ে দিলে। তাতে মালিকপক্ষের কিছুই আবে আসবে না।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

নাইম রাজ বলেছেন: তাই আমারা দেশের সকলে দাবী জানাই সরকার যেন বিষয়টা কোনো ভাবেই এড়িয়ে না যান।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

নজসু বলেছেন:



মালিক পক্ষের ভাবা উচিত গার্মেন্টস বন্ধ হলে তাদের যেমন অর্থের চিন্তা নেই তেমনি একজন নিঃস্ব শ্রমিকেরও হারানোর কিছু নেই।

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪

নাইম রাজ বলেছেন: সত্য কথনে ধন্যবাদ সুজন ভাই।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১

ভাবুক কবি বলেছেন: সু-দৃষ্টিভঙ্গির অভাব বলেই এসব হচ্ছে। যেখানে তারা তাদের নিয়ম অনুযায়ী বেতন/শ্রমের মূল্য পাচ্ছেনা সেখানে তারা কথা বললেও বাঁধা পায়। সত্যিই দেশটার মাথাওয়ালারা ক্রমশ নৈতীকতায় ধ্বংস হচ্ছে। আর ধ্বংস হচ্ছে আমাদের অর্থনীতি।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইন্ধন থাকতেই পারে। এটাকে ইস্যু করে দায়িত্বশীলদের এহেন প্রতিক্রিয়া দেখানো হতাশাজনক।
শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, ভাসাবাড়ার জন্য সরকারী নীতিমালা না থাকায় ৬ মাস পরপর কারণে অকারণে বাড়ছে।
এমতাবস্থায় ৮০০০ হাজার কোনো স্যালারী হইলো?

সবকিছুতে ইন্ধন আর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া একটা বিরক্তিকর, শয়তানি জুজু। এসব বন্ধ করতে হবে।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

কবির১২০৩ বলেছেন: লাভ হবে রাজনৈতিক দলে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

জাহিদ হাসান বলেছেন: গার্মেন্টস এর মালিকরা তৈরি পোশাক বিদেশে বিক্রি করে শত কোটি টাকার মালিক হয়ে বসে আছে।
তারা যদি তাদের পোশাক কারখানা এক বছর বন্ধও রাখে তবুও তাদের কোন কিছু হবে না।
ক্ষতি হবে দেশের। ভোগান্তি হবে নিম্ন আয়ের এইসব শ্রমিকদের। আমি খোজঁ নিয়েই তারপরে বলছি।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

বলেছেন: লাভের থেকে ক্ষতির সম্ভবনাই বেশি ।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ক্ষতি হবে অনেক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.